ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিতাসের অভিযান

১৩শিল্প, ৭ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাড়ে ৩৩ হাজার ফুট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:০২, ১১ মার্চ ২০১৬

১৩শিল্প, ৭ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাড়ে ৩৩ হাজার ফুট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার-গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন-সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ লাইন অপসারণ-সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। উপর্যুক্ত কার্যক্রমের আওতায় সম্প্রতি ১৩টি শিল্প, ৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১টি সিএনজি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৬টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ৩৩,৪২৭ ফুট অবৈধ বিতরণ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন-অপসারণ করা হয়। এছাড়া, গ্যাস বিল বকেয়া থাকার কারণে ১মার্চ ভৈরব এলাকায় মেসার্স শাহজালাল ওয়্যার, মেসার্স আল আমিন চিড়া মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি বিএসএমএমইউতে শিশুদের কিডনি রোগ নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম উদ্বোধন কিডনি রোগীদের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই : উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১০ মার্চ, বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ ভবন-১-এর তৃতীয় তলায় শিশুদের কিডনি রোগ নির্ণয়ে বিনামূল্যে (ফ্রি) স্ক্রিনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচী উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান সবার সঙ্গে এক গ্লাস পানি খেয়ে ও একটি শিশুর উচ্চ রক্তচাপ পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান। -বিজ্ঞপ্তি সংখ্যালঘুদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দাবি স্টাফ রিপোর্টার ॥ সংখ্যালঘুদের সম্পত্তি দখল এবং তাদের ওপর হামলা-নির্যাতন রোধে সরকারের কঠোর হওয়ার কোন বিকল্প নেই। তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রশাসনকে জরুরী নির্দেশনা প্রদান করতে হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা ও হামলার অভিযোগ বিষয়ে তথ্যানুসন্ধানের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক এসএম রেজাউল করিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।
×