ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনীর বৈধতার প্রশ্নে রিটের রায় ৫ মে

প্রকাশিত: ০৬:০১, ১১ মার্চ ২০১৬

ষোড়শ সংশোধনীর বৈধতার প্রশ্নে রিটের রায় ৫ মে

স্টাফ রিপোর্টার ॥ বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বৈধ কিনা- সে প্রশ্নে হাইকোর্টের রায় জানা যাবে ৫ মে। সুপ্রীমকোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। নির্দেশের পরও নিয়োগ বিষয়ক নথিপত্র দাখিল না করায় জাতীয় জাদুঘরের সভাপতি, মহাপরিচালক ও সচিবকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২১ মার্চ জাদুঘরের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক ও সদস্য সচিব ফয়জুল লতিফ চৌধুরী এবং সচিব ফারুক হোসেনকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে চিকিৎসার নামে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত শিশু সুমাইয়া সাবার লাশ আইসিইউতে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে জারি করা রুলের বিষয়ে হাইকোর্টের পরবর্তী শুনানি ২৭ মার্চ। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বৈধ কিনা- সে প্রশ্নে হাইকোর্টের রায় জানা যাবে ৫ মে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেয়। বৃহস্পতিবার সপ্তদশ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারী পক্ষে মনজিল মোরশেদ উপস্থিত ছিলেন। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। জাদুঘরের তিন কর্মকর্তাকে তলব ॥ নির্দেশের পরও নিয়োগ বিষয়ক নথিপত্র দাখিল না করায় জাতীয় জাদুঘরের সভাপতি, মহাপরিচালক ও সচিবকে তলব করেছে হাইকোর্ট। আইসিইউতে রেখে অর্থ আদায় ॥ চিকিৎসার নামে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত শিশু সুমাইয়া সাবার লাশ আইসিইউতে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে জারি করা রুলের বিষয়ে হাইকোর্টের পরবর্তী শুনানি ২৭ মার্চ।
×