ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের খেলা নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত: ০৬:০০, ১১ মার্চ ২০১৬

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের খেলা নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস রিপোর্টার ॥ এন্টি টেরোরিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই) হুমকি দিয়েছে ইডেনে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে দেবে না তারা। সে কারণে পাকিস্তান ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিল্লী থেকে দলের পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধানের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত দল পাঠাবে না পাকিস্তান। বুধবারই ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা পাক ক্রিকেট দলের। কিন্তু সেটা স্থগিত করে সরকার। শুক্রবার রওনা হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানালেও এখন সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভারত-পাকিস্তানের ১৯ মার্চের প্রথম ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে আনা হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে। ভেন্যু পরিবর্তনে সন্তুষ্টি প্রকাশ করে পিসিবি প্রধান শাহরিয়ার খান বৃহস্পতিবারই বলেছিলেন, ‘আমি তাদের (ভারতকে) বলেছি কলকাতা দারুণ ভেন্যু। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, প্রশংসা করছি। তবে বিপজ্জনক পরিস্থিতিতে ভারতীয় সরকারকে অবশ্যই আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিতে হবে।’ এরপর ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, টি২০ বিশ্বকাপে অংশ নিতে ভারতে উড়াল দেয়ার সবুজ সঙ্কেত পেয়েছে পাকিস্তান দল। ভারতের সিএনএন-আইবিএন জানিয়েছে, আগামীকালই (শুক্রবার) রওনা দিতে পারে পাকিস্তান দল। লাহোর থেকে দিল্লী, এরপর কলকাতায় পৌঁছানোর কথা শহীদ আফ্রিদির দলের। কিন্তু নতুন করে পাকিস্তান দলের ভারত যাওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ এর মধ্যেই হুমকি এলো। এবার এটিএফআই হুমকি দিয়েছে, তারা ইডেনেও ম্যাচ হতে দেবে না। দরকার হলে ইডেনের পিচ খুঁড়ে খেলার জন্য অনুপযুক্ত করে ফেলা হবে। ধর্মশালায় ম্যাচ আয়োজন করা যায়নি যে কয়েকটি হুমকির কারণে, এটিও তার একটি ছিল। সেখানেও গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে হুমকি এসেছিল, ধর্মশালার উইকেট খুঁড়ে ফেলা হবে। নতুন এই হুমকির পর পাক স্বরাষ্ট্রমন্ত্রী এএফপিকে বলেন, ‘ভারতীয় সরকারের কাছ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এবং না পেলে দুর্ভাগ্যজনকভাবে আমরা ভারতে দল পাঠানোর মতো অবস্থানে থাকতে পারব না। অনেক ভাল অবস্থান নিশ্চিত করার পরও ভারত কখনও পাকিস্তানে খেলতে চায়নি। কিন্তু এটা বৈশ্বিক ইভেন্ট। তাই বলে ক্রিকেট কি কোন ধরনের হুমকির ছায়ার নিচে চলতে পারে? এটা সরকারের দায়িত্ব আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেটাই আমরা করব।’
×