ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে কারখানায় অগ্নিকাণ্ড ॥ চীনা নাগরিকসহ অগ্নিদগ্ধ ৪

প্রকাশিত: ০৫:৫৮, ১১ মার্চ ২০১৬

ঝিনাইদহে কারখানায়  অগ্নিকাণ্ড ॥ চীনা  নাগরিকসহ  অগ্নিদগ্ধ ৪

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ মার্চ ॥ সদর উপজেলার অচিন্তনগরে তাজী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় আগুনে এক বিদেশীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ছাইভর্তি একটি কনটেনার থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঝিনাইদহ, শৈলকুপা, মাগুরা ও যশোর থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা করে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে ঝলসে যাওয়া চায়না নাগরিক ফাং (৫৫), ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগরের মোশারফ হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), একই গ্রামের শাহাজান মোল্যার ছেলে জালাল উদ্দিন (৪০) ও ঢাকার ছোলায়মান ভূঁইয়ার ছেলে জুবাইয়ার হোসেনকে (২৫) উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে বিদেশী নাগরিক ফাং এর অবস্থার অবনতি ঘটলে দুপুরের দিকে তাকে হেলিকপ্টারযোগে ও জালাল উদ্দিন ও মনির হোসেনকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এ ঘটনার পর ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
×