ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৫

প্রকাশিত: ০৫:৫৬, ১১ মার্চ ২০১৬

সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ মার্চ ॥ সাভারে সুজন মিয়া (২৩) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার পশ্চিম রাজাশনে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়ার বাবা আশরাফ মিয়া জানান, রাজাশন এলাকার ব্যবসায়ী আব্দুল হালিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে তার ছেলে একটি পোশাক কারখানায় চাকরি করত। তিন দিন আগে স্ত্রী ময়নার সঙ্গে সুজনের ঝগড়া বাধে। বুধবার রাতে বিষয়টি নিয়ে সালিশ করতে আসে ময়নার ৩ নিকটাত্মীয়। এরপর বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির মালিক আব্দুল হালিম ও ময়নার আত্মীয়রা তার ছেলেকে পিটিয়ে হত্যা করে লাশ স্থানীয় একটি দোকানের বারান্দায় ঝুলিয়ে রাখে। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সুজনের মৃতদেহ ঝুলতে দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক আব্দুল হালিম ও নিহতের স্ত্রী ময়নাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
×