ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার মায়ের কোল থেকে দুই বছরের শিশু অপহরণ

প্রকাশিত: ০৫:৫৬, ১১ মার্চ ২০১৬

এবার মায়ের কোল থেকে দুই বছরের শিশু অপহরণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় মায়ের কোল থেকে ২ বছর বয়সী এক শিশু অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের চান্দেরহাওলা গ্রামে এ ঘটনা ঘটেছে। অপহৃত শিশু হাবিবুর রহমান গলাচিপার শীর্ষস্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী কাঞ্চন আলী সরদারের দ্বিতীয় পক্ষের একমাত্র ছেলে। এ ঘটনায় কাঞ্চন আলী সরদার তার প্রথম পক্ষের দুই ছেলে বেল্লাল হোসেন সরদার (৩০) ও সোনা মিয়াকে (২৬) দায়ী করেছেন। তবে ছেলেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ঘটনার পরে দীর্ঘ সময় কেটে গেলেও অপহৃত শিশুটির ভাগ্যে কি ঘটেছে, তা পুলিশ কিংবা অভিভাবক কেউই সুনির্দিষ্ট করে বলতে পারেননি। পুলিশ অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কাঞ্চন আলী সরদারের দ্বিতীয় স্ত্রী জয়নব বিবি (৪০) অভিযোগ করেছেন, অন্যান্য দিনের মতো তিনি রাত দশটার মধ্যে স্বামী ও শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে শিশু হাবিবুরের অকস্মাৎ চিৎকারে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি দৌড়ে ঘরের মধ্যে যান। এ সময় তিনি দু’জন লোক হাবিবুরকে কাঁধে তুলে পেছনের দরজা দিয়ে দ্রুত বেগে বাইরের অন্ধকারের মধ্যে চলে যেতে দেখেন। তবে তিনি ওই দু’জনকে চিনতে পারেননি। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা পুলিশে খবর দেয়। পরে তিনি ঘরের স্টিলের জানালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এর থেকে তিনি ধারণা করেন, অপহরণকারীরা জানালা ভেঙ্গে ঘরে ঢুকেছে। ঘটনার নেপথ্যের কারণ বর্ণনা করে কাঞ্চন আলী সরদার (৬০) জানান, গলাচিপা শহরে তার একটি বয়লার মিল, রাইস মিল, টিনের আড়ৎসহ বিভিন্ন ব্যবসা ও জায়গা জমি রয়েছে। এর বেশির ভাগ প্রথম পক্ষের দুই ছেলে বেল্লাল হোসেন ও সোনার মিয়ার নামে। দ্বিতীয় পক্ষে ছেলে জন্ম নেয়ার পর থেকে তিনি তার ওইসব সম্পত্তি দ্বিতীয় পক্ষের সন্তানদের কাছে ফেরত চান। কিন্তু প্রথম পক্ষের ছেলেরা সম্পত্তি ফেরত দিতে অস্বীকার করে। এ নিয়ে স্থানীয়ভাবে অনেক সালিশ হয়েছে। কিন্তু তাতে সুরাহা হয়নি। দ্বিতীয় পক্ষের ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই প্রথম পক্ষের ছেলেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। কাঞ্চন আলী সরদারের প্রথম পক্ষের দুই ছেলে বেল্লাল সরদার ও সোনা মিয়া উভয়েই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা গলাচিপা শহরের শ্যামলীবাগের বাসায় ছিলেন, যা পাড়া প্রতিবেশীদের অনেকে দেখেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে তারা দু’জন জানান, তাদের নামে অনেক কিছু থাকলেও বাবা কাঞ্চন আলী সরদার একাই সব ভোগ করেন। ২২ বছর ধরে তিনি দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন। তাদের খোঁজ নেন না। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মোল্লা জানান, রাত সাড়ে ৪টায় অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় জয়নব বিবি বাদী হয়ে তার স্বামীর প্রথম পক্ষের দুই ছেলেকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন।
×