ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বাংলায় অনূদিত লিথুয়ানিয়ার ইতিহাস গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৫৫, ১১ মার্চ ২০১৬

বাংলায় অনূদিত লিথুয়ানিয়ার ইতিহাস গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ ইউরোপের একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতির ভাষা লিথুয়ানিয়া। ভাষিক পরিচয় তাদের জাতিসত্তার পরিচিতিতেও অভিব্যক্ত হয়েছে। শুধু তাই নয়, ভাষার জন্য এই জাতিসত্তাকেও করতে হয়েছে সংগ্রাম। ১৯১৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও ১৯৪০ সালে লিথুয়ানিয়ার দখল নেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। দীর্ঘ সংগ্রামের পর ১৯৯১ সালে সোভিয়েতের পতনের পর দেশটি পুনরায় স্বাধীনতা লাভ করে। যে কয়টি দেশ তাদের প্রথম স্বীকৃতি দিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশটির ভাষা ও সংস্কৃতির রয়েছে ইতিহাস প্রাচীন। বাংলার মতোই ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে সংস্কৃত হয়ে তৈরি হয়েছে লিথুয়ানিয়ার ভাষা। দেশটির ইতিহাস-ঐতিহ্য আর রাজনৈতিক নানা ঘটনার পরিক্রমা নিয়ে এবার বাংলা ভাষায় প্রকাশ পেলো ‘লিথুয়ানিয়ার ইতিহাস’। লিথুয়ানিয়ার ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যের বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত লাইমোনাস তালাত কেল্পসারের বাংলাদেশ সফরের সময় দেশটির অনূদিত ইতিহাস গ্রন্থ প্রকাশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার জাতিক ও ভাষাগত মেলবন্ধনস্বরূপ ‘দ্য হিস্ট্রি অব লিথুয়ানিয়া’ বইয়ের বাংলা অনুবাদ ‘লিথুয়ানিয়ার ইতিহাস’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আলফনাস এডিনটাস, আলফ্রেডাস বমব্রাউসকাস, আন্তানাস কুলাককোসনাস ও মিন্ডোগাস তামোসাইটিস রচিত বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। প্রকাশনা উৎসবের পাশাপাশি লিথুনিয়াস ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতা-প্রটোকল স্বাক্ষর অনুষ্ঠানেরও আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন লিথুনিয়ার সংস্কৃতিমন্ত্রী সারুনাস বিরুতিস। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ। স্বাক্ষত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী। এছাড়াও বক্তব্য রাখেন লিথুনিয়ার রাষ্ট্রদূত লাইমোনাস তালাত কেল্পসার, লিথুয়নীয় ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এলেনা জোলানতো জাবেরসকাইতে। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, লিথুয়ানিয়া এবং বাংলাদেশের ভাষার আদি ইতিহাসের মূল একই ‘ইন্দো-ইউরোপিয়ান’ হয়ে সংস্কৃত। রাজনৈতিক ইতিহাসও প্রায় একই রকম। বাংলাদেশের মতো এই জাতিকেও ভাষা রক্ষার পাশাপাশি স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়েছে। এই বই প্রকাশের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। মন্ত্রী লিথুয়ানিয়ান ভাষায় জাতির জনক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশের অহ্বান জানান লিথুয়ানিয়া থেকে আাসা অতিথিদের। লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সঙ্গে লিথুয়ানিয়ার স্বাধীনতা সংগ্রামের মিল রয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে লাইব্রেরিতে লিথুয়ানিয়ার ইতিহাস বইটি স্থান পাবে বলে আশা রাখি। এই উদ্যোগ আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। এমন একটি আয়োজনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত লাইমোনাস তালাত কেল্পসার বলেন, লিথুয়ানিয়াকে যে দেশগুলো প্রথম স্বীকৃতি দিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বইটি প্রকাশের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হবে। এ এক অনন্য সম্মান। বিশে^র ২৫ কোটি বাংলাভাষী মানুষ এই বইয়ের মাধ্যমে লিথুয়ানিয়াকে জানতে পারবে বলেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটের সহযোগিতা-প্রটোকল স্বাক্ষর করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটের পক্ষে মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী ও লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষে এর পরিচালক ড. এলেনা জোলানতা জাবেরসকাইতে। প্রসঙ্গত, লিথুয়ানিয়ার ইতিহাস গ্রন্থের অনুবাদ করেছেন সাদেকুল আহসান কল্লোল। জাপানী শিল্পী আসামি শিওদের চিত্রকর্ম প্রদর্শনী ॥ প্রখ্যাত জাপানী চিত্রশিল্পী আসামি শিওদে। তাঁর চিত্রপটে উঠে আসে দেশটির ঐতিহ্য ও আধুনিকতা। সেই সঙ্গে সমকালীন প্রেক্ষাপটেও অর্থবহ হয়ে ওঠে এই শিল্পীর ক্যানভাস। বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো এই শিল্পীর চিত্রকলা প্রদর্শনী। শিরোনাম ‘ফেজ ট্রানজিশন এক্সিসটেন্স অব অন এ্যান্ড অফ’। প্রদর্শনীটির সমন্বয় করছেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়োডন?। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সংগ্রাহক মশিউল আজম। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আসামি শিওদে। আসামি শিওদের চিত্রকর্মগুলোয় নিসর্গের সৌন্দর্যের জীবনের গল্পের মেলবন্ধন। চারপাশে ছড়িয়ে থাকা জীবনের নানা অনুষঙ্গ মেলে ধরেছেন চিত্রপটে। গল্প মানে গল্প, জীবনের কথকতা নানাভাবে উঠে এসেছে। আর প্রকৃতিও গভীরতায় হয়ে উঠেছে অতলস্পর্শী। সব মিলিয়ে শিল্পীর ক্যানভাস যেন হয়ে উঠেছে জীবনের ধ্যানমগ্ন এক স্বপ্নীল উপাখ্যান। তিনি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তেল ও জলরং। শিওদের সৃজন-কুশলতায় জাপানী ঐতিহ্যের সারাৎসার যেমন প্রত্যক্ষ করা যায়, তেমনি আধুনিকতার লক্ষণও স্পষ্ট হয়ে ওঠে। সেই সঙ্গে ছুঁয়ে গেছেন সমকালীন ঘটনাপ্রবাহকে। ৫৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ১৬ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খালা থাকবে। ফিল্ম এ্যাপ্রিসিয়েশন ও চিত্রনাট্য রচনা কর্মশালা ॥ চলচ্চিত্রবিদ্যার বিভিন্ন বিষয়ে পাঠদান ও চিত্রনাট্য রচনা প্রশিক্ষণের জন্য দুটি স্বল্পমেয়াদী চলচ্চিত্র কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বাংলাদেশ ফিল্ম স্কুলের সহযোগিতায় কর্মশালা দুটি পরিচালনা করছেন ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক বীরেন দাশ শর্মা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ কর্মশালার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। রাবিতে আন্তর্জাতিক সেমিনার ১৬-১৮ মার্চ ॥ রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সঙ্গীত বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন আগামী ১৬ মার্চ বুধবার থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় সেমিনার ও সম্মেলনের উদ্বোধন করবেন ওপার বাংলার কিংবদন্তি সঙ্গীতাচার্য্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভাগের সভাপতি ড. অসিত রায় লিখিত বক্তব্যে বলেন, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন। তিনি আরও জানান, সম্মেলনের তিন দিনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক কেন্ট উলফ, রাবির সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ ম-ল এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ঋত্বিক সান্যাল প্রবন্ধ উপস্থাপন করবেন। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ ম-ল, ড. মাফরুহা হোসেন, সহকারী অধ্যাপক ড. দীনবন্ধু পাল, শায়লা তাসনিম, সলোক হোসেন, প্রভাষক পারমিতা হক প্রমুখ।
×