ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু হিমুর হার্টে ছিদ্র, চিকিৎসায় সহযোগিতা করুন

প্রকাশিত: ০৫:৫২, ১১ মার্চ ২০১৬

শিশু হিমুর হার্টে ছিদ্র, চিকিৎসায় সহযোগিতা করুন

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত পাঁচ মাসের শিশু হিমুর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর হার্টে ছিদ্র ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার আন্ধারকোঠাপাড়া গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা আলামিন একজন দিনমজুর। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ। এমতাবস্থায়, শিশু হিমুর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭২২৩৭৮৪৬১ (বিকাশ) ও ০১৭১৩৭২৭১৬৪। আর সাহায্য দিন এই সঞ্চযী হিসাবে-মোঃ মামুন বিশ্বাস, ডাচ-বাংলা ব্যাংক লি:, শাহজাদপুর শাখা, হিসাব নং ১৫৭.১০১.১৬৮৮৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×