ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫১, ১১ মার্চ ২০১৬

ঝলক

ঘুমে বাড়ে বুদ্ধি! ঘুমালে বুদ্ধি বাড়ে। আগে শুনেছেন কি এমন কথা? নতুন এক গবেষণা জানাচ্ছে, শুধু ক্লান্তি কাটাতেই নয়, বুদ্ধি বাড়ানোর জন্যও ঘুম অত্যন্ত জরুরী। ব্রিটেনের সেন্ট এ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, যাঁরা নিয়মিত ঘুমান তাঁরা পড়াশোনায় অন্যদের তুলনায় ভাল ফল করেন। এমনকি কাজের ক্ষেত্রেও তাঁরা অনেক বেশি কর্মঠ হন। এই গবেষণার জন্য তাঁরা স্পেশাল ফেস-প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ১৯০ জনের ওপর সমীক্ষা চালিয়েছিলেন। তাঁদের সম্পূর্ণ অভিব্যক্তিহীন মুখের ছবি তোলা হয়। এর পর সেই ছবি দেখিয়ে অন্তত ২০০ জনকে তাঁদের বুদ্ধিমত্তা অনুমান করতে দেয়া হয়। দেখা যায়, ঢুলুঢুলু চোখের মানুষদের থেকে উজ্জ্বল চোখের মানুষদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। গবেষক সিন তালামাস জানান, বুদ্ধিমান মানুষদেরই আকর্ষক মনে করা হয়। বুদ্ধিমান মানুষ সম্পূর্ণ চোখ খুলে অনেক বেশি স্পষ্টভাবে সামনের দিকে তাকাতে পারেন, যা নির্ভর করে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমের ওপর। এটা আমাদের শুধু বুদ্ধিমানই করে তোলে না, অন্যদের কাছে আমাদের আকর্ষণও বাড়িয়ে দেয়। ‘লুজার’ মানে ট্রাম্প! নিজের বক্তব্যের জন্য প্রতিনিয়ত আলোচিত-সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এজন্য অনেকের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি। এবার তিনি পড়লেন একটি অদ্ভুত ইউআরএলের খপ্পরে। ষড়ংবৎ.পড়স (লুজার ডটকম)- এই ইউআরএল লিখে সার্চ করা হলে তা সঙ্গে সঙ্গে ট্রাম্পের উইকিপিডিয়া প্রোফাইল পেজে রিডাইরেক্ট করে দেয়। মার্কিন সংবাদ সাইট ভার্জ জানিয়েছে, অন্যদের ‘লুজার’ (বাংলায় বলা যায় পরাজিত বা হতভাগা) বলে ডাকায় পরিচিত ছিলেন ট্রাম্প। এবার এই ইউআরএলের মাধ্যমে তার গায়েই লেগে গেল ওই তকমা। ১৫ বছর ধরে এই ডোমেইন বিভিন্নজনকে বিদ্রƒপ করে আসছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। ডোনাল্ড ট্রাম্প তাদের সর্বশেষ শিকার। এর আগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারকেও আক্রমণ করে তারা। ২০১০ সালে তাদের আক্রমণের শিকার হয় গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস।
×