ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিস্মিত কোচ হাতুরাসিংহে

তাসকিন ও সানির বোলিং নিয়ে আইসিসির তামাশা

প্রকাশিত: ০৫:৪৪, ১১ মার্চ ২০১৬

তাসকিন ও সানির বোলিং নিয়ে আইসিসির তামাশা

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ হঠাৎ করেই যেন সব ওলট-পালট হয়ে গেল পেসার তাসকিন আহমেদ আর স্পিনার আরাফাত সানির। সেই সঙ্গে মাশরাফিদের কপালেও যেন চিন্তার ভাঁজ পড়ে গেল। এ দুই ক্রিকেটারের বোলিং এ্যাকশন নিয়ে যে সন্দেহ প্রকাশ করে ফেলল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির এমন সন্দেহ সবাইকেই অবাক করেছে! বিস্মিত হয়েছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহেও। কিন্তু এও জানেন, এখন কিছুই করার নেই। আইসিসি যেহেতু এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তাসকিন ও আরাফাতকে এখন তা মানতে হবে। বাংলাদেশ দলকেও তা মানতে হবে। এবং যা যা করার দরকার করতে হবে। এ নিয়ে চিন্তার তেমন কিছু দেখছেন না বাংলাদেশ কোচ। এর পেছনে কারণও আছে। বাংলাদেশ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলছে। হল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতেছেও। আয়ারল্যান্ডের সঙ্গে আজ খেলা রয়েছে। এরপর ওমানের সঙ্গে খেলা আছে রবিবার। যদি বাংলাদেশ বাছাইপর্ব অতিক্রম করে ফেলে, তাহলে সুপার টেনে উঠবে। সেই সময় ১৬ মার্চ পাকিস্তানের সঙ্গে, ২১ মার্চ অস্ট্রেলিয়া, ২৩ মার্চ ভারত ও ২৬ মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। যতদূর জানা গেছে, ১৪ মার্চ চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দেবেন তাসকিন ও আরাফাত। তার মানে বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে পারবেন দুইজনই। এরপর ১৪ মার্চ পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা দিতে একদিন লাগে। ১৫ মার্চই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাসকিন। যেহেতু নিয়ম হচ্ছে, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোন পরীক্ষাগারে পরীক্ষা দিতে হয়। আর ২৮ দিন খেলা যায়; তাই তাসকিন আপাতত সুপার টেনের সব ম্যাচেও খেলতে পারবেন। ১৪ মার্চ পরীক্ষা দেয়ার পর ৭ দিনের মধ্যেই পরীক্ষাগার থেকে এ নিয়ে রেজাল্ট আসার কথা। যদি কোনভাবে এর আগে এসে পড়ে আর রেজাল্ট হয় নেতিবাচক; তাহলেই শুধু তাসকিন ও আরাফাত খেলতে পারবেন না। আর তা না হলে অনায়াসেই সুপার টেনের সব খেলাও খেলতে পারবেন তাসকিন ও আরাফাত। আর তাই হাতুরাসিংহে কোন চিন্তা করছেন না। তার আত্মবিশ্বাস আছে, তাদের কোন সমস্যা নেই। হাতুরাসিংহেই যেমন বলেছেন, ‘তারা (আইসিসি) দুই বোলার নিয়ে রিপোর্ট করেছে। এ মুহূর্তে আইসিসির যে নিয়ম আছে, তাই ফলো করা হবে। এ বিষয়টি কোনভাবেই দলের মধ্যে প্রভাব ফেলবে না। যদি তারা খেলতে পারে তাহলে খেলবে। আইসিসির পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই তা বোঝা যাবে।’ বাংলাদেশ-হল্যান্ড ম্যাচ চলছে। উত্তেজনাকর ম্যাচে পরিণত হয়েছে। এ ম্যাচটিতে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভার বল করে কোন উইকেট না পেলেও মাত্র ২১ রান দেন। শেষে যে তাসকিন বল করতে আসেন, তখন হল্যান্ডের জিততে ৬ বলে ১৭ রানের প্রয়োজন ছিল। তাসকিন ৮ রান দিলেন। শত চেষ্টার পরও হল্যান্ড ব্যাটসম্যানরা তাসকিনের করা শেষ ওভারে একটি বাউন্ডারিও মারতে পারেননি। বাংলাদেশ জিতেছে ৮ রানে। টি২০ বিশ্বকাপে শুভসূচনা করেছে। তাসকিনের মতো আরাফাত সানিও দুর্দান্ত বোলিং করেন। ২ ওভার বল করে ১০ রান দেন। ম্যাচ যখন শেষ। তখনই আসলে ঘটে আসল ঘটনা। জয়ের আনন্দ যখন ক্রিকেটারদের গায়ে লেগেছে, কিছুক্ষণ পরই আসে দুঃসংবাদটি। ম্যাচের দুই আম্পায়ার ভারতের সুন্দারাম রবী ও অস্ট্রেলিয়ার রড টাকার জানিয়ে দেন তাসকিন ও আরাফাতের বোলিংয়ে সমস্যা আছে। ১৫ ডিগ্রীর বেশি কনুই ভেঙ্গে তারা বল করেন। সেই বার্তা বাংলাদেশ দলের কাছেও পৌঁছে যায়। যেন আকাশ ভেঙ্গে পড়ে সবার মাথায়। যেখানে উৎসব হওয়ার কথা, সেখানে সব থমথমে হয়ে যায়। আইসিসিও এ নিয়ে বাংলাদেশ দলকে জানায়। এখন উপায়? নিয়ম হচ্ছে, অভিযুক্ত হওয়ার পর ১৪ দিনের মধ্যে সন্দেহজনক বোলারকে পরীক্ষা দিতে হবে। সেটি আইসিসি স্বীকৃত যে কোন পরীক্ষাগারে হতে পারে। এর মধ্যে খেলতেও পারবেন অভিযুক্ত ক্রিকেটাররা। ২৮ দিন খেলা চালিয়ে যেতে পারবেন। পরীক্ষা দিয়ে তার ফল বের হলেই পরবর্তী কার্যক্রম কি হবে তা জানা যাবে। তবে হঠাৎ করে এমন অভিযোগ সবার মধ্যেই আতঙ্ক তৈরি করে দিয়েছে। প্রথমে আরাফাতের বোলিং নিয়ে সন্দেহের কথা জানানো হয়েছে। এরপর তাসকিনের বোলিং নিয়ে একই কাজ করা হয়েছে। তবে সময়টি খুব ভাল। ৯ মার্চ থেকে ১৪ দিন হচ্ছে ২২ মার্চ। এ সময়ের মধ্যে যে কোন দিন তাসকিনের পরীক্ষা দিলেই হবে। বাছাইপর্ব শেষ হতেই পরীক্ষা দেয়াও হবে। যেহেতু দল এখন ভারতেই আছে। তাই একদিনে পরীক্ষা দিয়ে দলের সঙ্গে যোগ দেয়া খুবই সম্ভব। তাসকিন ও আরাফাত চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন, বাংলাদেশ দল সুপার টেনে উঠলে একইদিন দল যাবে কলকাতায়। দুইজনই পরীক্ষা শেষে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন। এ দুইজনের বোলিং এ্যাকশনে সমস্যা দেখা হলেও মজার বিষয় হলো সব ম্যাচই খেলতে পারবেন দুইজনই! তাই তো হাতুরাসিংহে চিন্তিত নন।
×