ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৪:২৩, ১১ মার্চ ২০১৬

ফ্যাশন সংবাদ

আকাক্সক্ষা’স আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড সব ধরনের সেবায় দিচ্ছে ১৫ শতাংশ ছাড়। একই সঙ্গে আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড এর সব ধরনের প্যাকেজ সেবায় পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। ছাড়ের এ অফার আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের তিনটি শাখাতে চলবে ৩১ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে মুখের আকৃতি অনুযায়ী হেয়ার কাটিং করানোর সুযোগ রয়েছে।যোগাযোগ : রোড নং ৫, বাড়ি ৯, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। ফোন : ০১৯৩৭ ৫১৩০০৬ ফ্রিডম ঋতুবদলের সঙ্গে সঙ্গে ফ্যাশন হাউসগুলোতেও লেগেছে গ্রীষ্মের হাওয়া। এই সময়ে ফ্যাশন হাউস ফ্রিডম নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব পোশাক। নতুন ডিজাইনের কালেকশনের মধ্যে রয়েছে গোল গলা টি-শার্ট, ভি গলা টি-শার্ট, হাফ হাতা শার্ট সঙ্গে পলো টি-শার্ট ও টি-শার্ট তো থাকছেই। এক্সপোর্ট কোয়ালিটির ফ্রিডমের পোশাক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ফ্রিডমের নতুন সব পোশাক পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটসহ ঢাকার মিরপুরের ২টি, সিলেট এবং গাজীপুর কোনাবাড়ীর আউটলেটে। যোগাযোগ : ফ্রিডম, ১০৫ আজিজ সুপার মার্কেট (নিচ তলা), শাহবাগ, ঢাকা। পিজিয়ন আসন্ন ঈদকে সামনে রেখে দেশীয় ঢঙে ওয়েস্টার্ন থিম নিয়ে প্রায় ৫০টির বেশি নতুন ডিজাইনের টি-শার্ট নিয়ে এসেছে ফ্যাশন হাউস ‘পিজিয়ন’। রং ও ডিজাইনে বৈচিত্র্যে ভরা টি-শার্ট ছাড়াও রয়েছে পলো শার্ট। রয়েছে একই থিম নিয়ে লেডিস টি-শার্ট এবং বাচ্চাদের টি-শার্ট, পলো শার্ট। দেশীয় ব্র্যান্ডের মধ্যে ফ্যাশন হাউস পিজিয়ন-ই একমাত্র ব্র্যান্ড যারা প্রথম আমাদের দেশীয় মার্কেটে কার্টুন ক্যারেক্টার এবং ওয়েস্টার্ন থিম নিয়ে এত ব্যাপকভাবে কাজ করে আসছে। এছাড়াও এবারই প্রথম পিজিয়ন নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের সব শার্ট। ঢাকা নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানম-ির বিভিন্ন শপিংমল, আজিজ মার্কেট, বসুন্ধরা সিটি, উত্তরা, বনানী, মিরপুরসহ ঢাকা শহরসহ সারাদেশে রয়েছে পিজিয়নের ডিলার। যোগাযোগ : বাড়ি- ২, রোড- ৩, মিরপুর অরিজিনাল ১০ (মেইনরোড), ঢাকা। ফোন: ০১৮৫৮ ৯৮৯ ৬৩১ লেজার মেডিক্যাল রাজধানীর উত্তরায় সম্প্রতি ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল (উৎ. ঔযঁসঁ কযধহ’ং খধংবৎ গবফরপধষ) এর নতুন শাখার উদ্বোধন করা হলো। প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে নতুন এ শাখার উদ্বোধন করা হয়। এখানে চুলপড়া সমস্যার সমাধানের জন্য আছে খধংবৎ ঐধরৎ জবমৎড়ঃিয, ত্বকের সমস্যার জন্য ঝশরহ ঞৎবধঃসবহঃ, বয়স বৃদ্ধির ছাপ দূর করতে অহঃর অমরহম, স্থূলতা রোধে ঝষরসসরহম ্ ঝযধঢ়রহম ঈষরহরপ, টাক সমাধানে খধংবৎ ঐধরৎ ঞৎধহংঢ়ষধহঃ এবং অবাঞ্ছিত চুল রোধে খধংবৎ ঐধরৎ জবসড়াধষ সহ লেজার ট্রিটমেন্টের আধুনিক সব সেবা পাওয়া যাবে নতুন শাখায়। দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করতে ১২ বছর ধরে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছে ডা. ঝুমু খান। বিস্তারিত জানা যাবে- উত্তরা শাখা, সোনারগাঁ জনপদ রোড, ৫ম তলা, সেক্টর-১৩, বাড়ি-১৫, ফোন- ০১৯৫৪ ৩৩৩৮৮৮, ০১৭৮৪ ১১১৮৮৮ আসুস জেনফোন ২ বাজারে আসুস নিয়ে এসেছে চমৎকার একটি স্মার্টফোন যার মডেল হচ্ছে আসুস জেনফোন ২।এতে রয়েছে ৪ গিগাবাইট র?্যাম যা স্মার্টফোনের জগতে এটিই প্রথম। পাশাপাশি রয়েছে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। চমৎকার বিল্ড কোয়ালিটি, উজ্জ্বল এবং ভিভিড স্ক্রিন, গোরিলা গ্লাস, ফাস্ট চার্জিং টেকনোলোজি, কাস্টোমাইজেবল ইউজার ইন্টারফেস, শক্তিশালী পারফর্মেন্স, মাইক্রো এসডি কার্ড সুবিধা।৫.৫ ইঞ্চি আকারের স্ক্রিনসমৃদ্ধ আসুসের ডিভাইসটিতে রয়েছে ৬৪ বিট ইন্টেল এ্যাটম জেড৩৫৮০ কোয়াড কোর প্রসেসর যার গতি ২.৪ গিগাহার্জ গ্র্যাজুয়েটদের জন্য ফ্রি ওয়ার্কশপ আগামী ১২ মার্চ, শনিবার, ঢাকার বনানীতে লাইফ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য দিনব্যাপী ফ্রি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটির নাম ‘ইফেক্টিভ কমিউনিকেশন্স স্কিলস।’ এতে সঠিকভাবে সিভি লেখা, ইন্টারভিউ বোর্ডে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করা ও প্রয়োজনীয় এটিকেট ও ম্যানারস নিয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে প্রত্যেকের সিভি তৈরি করেদয়া হবে, ইন্টারভিউ এর প্রশ্নোত্তর অনুশীলন করানো হবে এবং আত্মপ্রত্যয় বাড়িয়ে কিভাবে চাকরির বাজারের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে মোটিভেশনাল আলোচনা হবে। ইন্টারভিউ এর দিন কি ধরনের পোশাক পরে যাওয়া উচিত, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের সূক্ষ্ম অথচ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও এদিন আলোচনা করা হবে। ওয়ার্কশপটিতে আসনসংখ্যা মাত্র ২০ জন। সকাল ১০.৩০ থেকে শুরু“হয়ে এটি বিকেল ৫টা পর্যন্ত চলবে। ওয়ার্কশপটি পরিচালনা করবেন লাইফ স্কিলসট্রনিং ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক খন্দকার জিয়া হাসান, যিনি আন্তর্জাতিকভাবে ঞঊঝখ সার্টিফায়েড ট্রইনার এবং একটি দূতাবাসের চুক্তিভিত্তিক ইংলিশ ট্রইনার।আগ্রহীরা ু এ ইমেইলের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে পারেন।
×