ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্করপিয়ন রোবট

প্রকাশিত: ০৪:২১, ১১ মার্চ ২০১৬

স্করপিয়ন রোবট

বিছার (বৃশ্চিক) আদলে তৈরি রোবটটি সেন্সর প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোন দিকে পথ চলতে পারে। বাধা পেলে লেজ দিয়ে শত্রুকে আঘাতও হানতে পারে। ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে ‘দ্য স্করপিয়ন হেক্সাপড’ নামের রোবটটি তৈরি করেছে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সূত্র : ডেইলি মেইল ব্রেসলেট স্ক্রিন শখের বশে হাতের কবজিতে নানা ধরনের ব্রেসলেট পরেন অনেকেই। এবার ব্রেসলেটের আদলে পুরোপুরি বাঁকানো স্ক্রিন তৈরি করেছে যুক্তরাজ্যের কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ফ্লেক্সএনাবেল। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি নতুন প্রযুক্তির স্ক্রিনটির পরীক্ষামূলক সংস্করণ প্রদর্শনও করেছে প্রতিষ্ঠানটি। সূত্র : সায়েন্স ডেইলি
×