ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ১১ মার্চ ২০১৬

টুকরো খবর

রায়গঞ্জ শিক্ষা অফিসে তালা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দীর্ঘদিন যাবত বেতন-ভাতা না পেয়ে রায়গঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৩০ দফতরী উপজেলা শিক্ষা অফিসে বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছে। এর ফলে শিক্ষা অফিসের সকল কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম জানান, এক বছর পূর্বে নিয়োগ পাওয়া এ সমস্ত কর্মচারী বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। গুলি করে হাতি শিকার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাহ ভোমরিয়াঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বন বিটে গুলি করে একটি বন্যহাতি শিকার করা হয়েছে। হাতির দাঁত নিতে বুধবার রাত ১২টার দিকে কুমিরমরা ছড়া এলাকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে পশু চিকিৎসক দ্বারা ময়নাতদন্ত শেষে জঙ্গলে হাতির মরদেহটি পুঁতে ফেলা হয়েছে। সাভারে তিন দোকানে চুরি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ মার্চ ॥ সাভারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার গেন্ডা ছাপড়া মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে ছাপড়া মসিজদ এলাকায় উল্লাস ডেকোরেটর, আলমগীর ডেকোরেটর ও একটি গ্যাস সিলিন্ডারের দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে তিনটি দোকানের প্রায় সমস্ত মাল লুট করে। নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ মার্চ ॥ নাটোরের তেবাড়িয়া হাটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ইউএনও নায়িরুজ্জামান জানান, তেবাড়িয়া হাটে বেশ কিছুদিন ধরে অর্ধশতাধিক ব্যবসায়ী অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা করে আসছে। এসব স্থাপনা উচ্ছেদে মালিকদের ইতোপূর্বে একাধিক নোটিস করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান মালিকরা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১০ মার্চ ॥ দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জিয়া হায়দার ট্রাস্ট। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩০ দুস্থ মহিলার মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক রেখা রানী বালো। জিয়া হায়দার ট্রাস্টের সভাপতি কথাসাহিত্যিক মাকিদ হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, শিক্ষাবিদ শিবজিত নাগ, হাবিবুর রহমান স্বপন, আব্দুল মতীন খান, আখিনূর ইসলাম রেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দিনাজপুরে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিসিএস’র প্রজ্ঞাপনে মৎস্য ক্যাডারের উপ-সহকারী পরিচালকের পদে মৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে হাবিপ্রবি’র মৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
×