ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগরে কার্গো বিমান বিধ্বস্তের নেপথ্যে-

প্রকাশিত: ০৪:১৮, ১১ মার্চ ২০১৬

সাগরে কার্গো বিমান বিধ্বস্তের নেপথ্যে-

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সাগরে কার্গো বিমানটি বিধ্বস্ত হওয়ার নেপথ্য কারণ বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসরকারী কোম্পানি ট্রু এভিয়েশন লিমিটেডের লোকাল এরিয়া ম্যানেজার অরূপ অধিকারী জানান, তাদের ‘আন্তনভ-২৬’ বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে ৮১০ বাক্স চিংড়ি পোনা নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয় সকাল ৯টা ৫ মিনিটে। আকাশে ওঠার পর ৯টা ১০ মিনিটের দিকে বিমানের পাইলট তাকে অবহিত করেন যে, বিমানটির বাম পাশের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরীভাবে অবতরণের অনুমতি চান। বিষয়টি জেনে বিমানবন্দর কৃর্তৃপক্ষ তাকে (পাইলট) অবতরণের অনুমতিও দেয়। কিন্তু এর মধ্যে সকাল ৯টা ২৫ মিনিটে নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় কার্গো বিমানটি। অরূপ অধিকারী জানান, বিমানের দুটি ইঞ্জিন রয়েছে। একটি বাম পাশে, অপরটি ডান পাশে। জানা গেছে, বুধবার সকালে এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন সাগরে পতিত বিমানে থাকা দু’জনকে উদ্ধার করেন প্রথমে। এদের মধ্যে কো-পাইলট হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। নিখোঁজ থাকে দুইজন। মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন রবিবার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ মার্চ ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন ১৩ মার্চ থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (িি.িহঁন ফ.রহভড়/সঢ়) থেকে জানা যাবে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি অপরদিকে ২০১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বিলম্ব ফিসহ ১৪ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত এ সময় বৃদ্ধি করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) ও (িি.িহঁনফ.রহভড়/সভ) থেকে জানা যাবে। বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।
×