ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মা-ছেলেসহ নিহত ১৫

প্রকাশিত: ০৪:১৭, ১১ মার্চ ২০১৬

মা-ছেলেসহ নিহত ১৫

সড়ক দুর্ঘটনা জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। এছাড়া দিনাজপুরে দুই, সাভারে দুই, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন এবং দাউদকান্দিতে ট্রাক-ভ্যান সংঘর্ষে চারজন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী নগরীর উপকণ্ঠ পবার মুরালীপুরে বুধবার রাতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা মখলেসুর রহমান গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেনÑ মখলেসুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪২) ও জহুরুলের মা জেবুন্নেসা বেগম (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরালীপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই কারের চালক জহুরুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় মখলেসুর রহমান ও জেবুন্নেসাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুলের মা জেবুন্নেসা বেগমেরও মৃত্যু হয়। বাবা মখলেসুর রহমান আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। এদিকে রাজশাহীর বাঘা ও নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। বাঘায় নিহত স্কুলছাত্রীর নাম শামিমা খাতুন। বুধবার বাড়ির পাশের রাস্তায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত হয় সে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। শামিমা উপজেলার বানিয়াপাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে। একই দিন রাজশাহীর নওহাটায় বিমানবন্দরের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালকের নাম পলাশ। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেবাড়িয়া এলাকার আব্দুল লতিফের ছেলে। দিনাজপুর বোঁচাগঞ্জ উপজেলায় খড়িবোঝাই ট্রাকের সাথে রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বোঁচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা নামক এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার বকুলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে স্বপন (৩২) ও পুরাপুকুর গ্রামের নজমুল ইসলামের ছেলে উজির আলী (৪০)। সাভার সাভার ও আশুলিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সাভারের আমিনবাজার, হেমায়েতপুর ও আশুলিয়ার পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানার আমিনবাজার বাসস্ট্যান্ডে এক প্রতিবন্ধী ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, এদিন সকাল ১০টার দিকে মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা ‘জনসেবা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিক্সাচালক নিহত হয়। এদিকে, সকালে বিশমাইল-জিরাবো সড়কের আশুলিয়া থানাধীন পুকুরপাড়ে ‘ইফাদ’ গ্রুপের কার্গোচাপায় ‘কন্টিনেন্টাল গার্মেন্টস’-এর নারী শ্রমিক পিয়ারী বেগম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজিত ওই পোশাক কারখানার শ্রমিকরা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। পরে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সাতক্ষীরা দেবহাটায় ট্রলির ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সন্যাসীচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রায়হান দেবহাটা উপজেলার সখীপুর কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক ও সন্যাসীরচর গ্রামের আশরাফুজ্জামানের ছেলে। মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বাসচাপায় আসমা বেগম (২৪) নিহত হয়েছেন। সন্তান জন্মের ১২ দিন পর সিজারিয়ানের অস্ত্রোপচারের সেলাই কাটার জন্য ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বাস আসমাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। ১২ দিন বয়সী শিশুটির এখন করুণ অবস্থা। হবিগঞ্জ বৃহস্পতিবার দুপুরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের মুছাইয়ে দ্রুতগামী একটি ট্রাক্টরের সাথে সংর্ঘষে মোটরসাইকেল আরোহী সুজাত (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। কিশোরগঞ্জ করিমগঞ্জে অটোরিক্সাচাপায় শারমিন আক্তার (৮) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার জাফরাবাদ পশ্চিম মাঝিরকোনা গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে ও স্থানীয় বাদেশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-চামটা সড়কের শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শারমিন স্কুল ছুটির পর প্রাইভেট শেষে বাড়ি যাওয়ার পথে শিমুলতলা বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে দ্রুতগামী একটি সিএনজি ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এদিকে স্কুলছাত্রী নিহত হওয়ার খবরে উত্তেজিত জনতা বেশ কয়েকটি সিএনজি ভাংচুর করাসহ কিশোরগঞ্জ-চামটা সড়ক অবরোধ করে। নেত্রকোনা খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের সামনে নির্মাণাধীন সড়কে লরির নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুর নাম আারফাত (৭)। সে বোয়ালী গ্রামের হাদিছ মিয়ার ছেলে। জানা গেছে, বুধবার বিকেলে আরাফাত তার বাবার জন্য খাবার নিয়ে গ্রামের সামনের হাওড়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ডুবিরপাড় এলাকায় পৌঁছলে একটি লরি তাকে চাপা দেয়। মোহনগঞ্জ, নেত্রকোনা মোহনগঞ্জ-গাগলাজুর সড়কের মাহমুদপুরে ইজিবাইক উল্টে বৃহস্পতিবার দুপুরে একজন নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছে। নিহত সুসেন চন্দ্র দাস (৫০) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেনÑ শোভা আক্তার ও একই পরিবারের সেলিনা, জিহাদ মিয়া, আল আমিন। কক্সবাজার টেকনাফ-কক্সবাজার মহাসড়কে পর্যটকবাহী বাসের চাপায় এক সাইকেল আরোহী বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। সে টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনার ছৈয়দ আহমদের পুত্র আব্দুল্লাহ (২০)। বৃহস্পতিবার সকাল ৮টায় দক্ষিণ খারাংখালী গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন আহত হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কজুড়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের দাউদকান্দির শহীদনগর ব্র্যাক অফিসের সামনে ঢাকাগামী কাভার্ডভ্যান ও কুমিল্লাগামী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি হয়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার আহত হয়।
×