ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ভবনে ২২ পুলিশ নিরাপত্তাহীন

প্রকাশিত: ০৪:১৫, ১১ মার্চ ২০১৬

ঝুঁকিপূর্ণ ভবনে ২২ পুলিশ নিরাপত্তাহীন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ২২ পুলিশ সদস্য রয়েছেন জীবনের চরম নিরাপত্তাহীনতায়। তাদের অফিস ও বসবাসের একমাত্র ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় এ ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির আশঙ্কা রয়েছে। সম্প্রতি ভবনের একটি বিমের অংশ ধসে পড়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের। সরেজমিন দেখা গেছে, ভবনটির চারদিকে দেখা দিয়েছে বিশাল ফাটল। পুলিশ সদস্যদের অফিস ও বসবাসের স্থানের ছাদের পলেস্তরা খসে পড়তে শুরু করেছে। প্রায়ই পলেস্তরা খসে পরে পুলিশ সদস্যরা ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় ভবনের একটি বিমের ক্ষয়িষ্ণু ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন। তাৎক্ষণিক তিনি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন। টরকী বন্দরের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া জানান, বন্দরের পোস্ট অফিসসংলগ্ন এলাকায় পাকিস্তান আমলে নির্মিত ভবনে দীর্ঘদিন বার্থী ইউনিয়ন পরিষদ ভবনের কার্যক্রম চলে। তিনিও ওই ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। পরবর্তীতে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা অন্যত্র চলে গেছেন। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দর টরকীর ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তা দিতে প্রায় ২৫ বছর আগে টরকী বন্দরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। শুরু থেকে অদ্যবধি পুরনো ও পরিত্যক্ত বার্থী ইউনিয়ন পরিষদ ভবনটি জোড়াতালি দিয়ে ক্যাম্পের পুলিশ সদস্যদের অফিস ও বসবাসের ব্যবস্থা করা হয়। ক্যাম্পের পুলিশ সদস্যরা জানান, ২২ পুলিশ সদস্যর জন্য এ ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় গাদাগাদি করেই ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের নিরাপত্তাহীনতার মাঝে তাদের থাকতে হচ্ছে। এছাড়াও জরাজীর্ণ এ ক্যাম্পে রয়েছে তীব্র পানি সঙ্কট।
×