ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চারঘাটে সালিশে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ দুই যুবক

প্রকাশিত: ০৪:১৫, ১১ মার্চ ২০১৬

চারঘাটে সালিশে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ দুই যুবক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে মাদকপাচার নিয়ে বিরোধ মীমাংসা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন- সাঈদ হোসেন ও মহিদুল ইসলাম। এদের মধ্যে সাঈদের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে গুলিবিদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাওথা গ্রামের মাদক বিক্রেতা আফজাল ও তার মামা কাকরামারি গ্রামের মাহাবুর ঘাটিয়ালের মধ্যে মাদকপাচার নিয়ে বিরোধ চলে আসছিল। এর মীমাংসা করার জন্য রহমানের বাড়ির সামনে বৃহস্পতিবার বৈঠক বসে। ওই বৈঠকে কথাকাটাকাটি একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় সাঈদ হোসেন ও মহিদুল নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়। প্রথমে তাদের চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাহিবুল ইসলাম বলেন, সাঈদের বুকের বাম পাশের উপরে ও মহিদুলের বাম হাতে গুলি লেগেছে। মহিদুলের গুলি হাতে লেগে বের হয়ে গেছে। সে আশঙ্কামুক্ত আর সাঈদের বুকে গুলি আছে বলে ধারণা করা হচ্ছে। তার ফুসফুসে ক্ষত হওয়ার আশঙ্কা রয়েছে। তার অবস্থা গুরুত্বর বলেও জানান তিনি। ৪৩ বছর ধরে ঝুলছে চার মুক্তিযোদ্ধা হত্যার বিচার গোপালগঞ্জে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১০ মার্চ ॥ গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা কমিউনিস্ট নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে সিপিবি জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সিপিবি জেলা শাখার সভাপতি ডাঃ নীহার রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সিপিবির জেলা সম্পাদক কমরেড অধ্যক্ষ আবু হোসেন, এ্যাডভোকেট সরদার আহম্মদ নওশের আলী, শহীদ কমলেশকন্যা কমরেড সুতপা বেদজ্ঞ, পংকজ কুমার পা-ে, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৪৩ বছর ধরে এ চার মুক্তিযোদ্ধা হত্যা মামলাটি ঝুলে আছে। মামলাটি এ পর্র্যন্ত হাইকোর্টে ছয়বার স্থগিত করা হয়েছে। ২০১৫ সালে হাইকোর্ট ওই স্থগিতাদেশ খারিজ করে দেয়। এর আগে সকালে সিপিবি নেতৃবৃন্দ গোপালগঞ্জ সদরের আড়পাড়া গ্রামে সিপিবি নেতা মুক্তিযোদ্ধা কমরেড ওলিউর রহমান লেবুর সমাধিতে ও শহরের পৌর মহাশ্মশানে মুক্তিযোদ্ধা কমরেড কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণু ও মানিকের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া নামক স্থানে নির্বাচনী কাজ শেষে ফেরার পথে চার মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল নেতাকে হত্যা করা হয়। এনএসইউয়ের দুই যুগ পূর্তিতে র‌্যালি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে চলছে ‘গৌরবের দুই যুগ পূর্তি’। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের ষষ্ঠ দিনে মঙ্গলবার স্কুল অব হেলথ এ্যান্ড লাইফ সায়েন্সেসের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এ সময় ছাত্রছাত্রীরা নিজ নিজ ডিপার্টমেন্টের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। ন্যাচার এ্যান্ড লাইফ অব বাংলাদেশ এবং গ্লোবাল প্রসফ্যাক্ট অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন যথাক্রমে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাশেম এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×