ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে তিন মাস পর হত্যা মামলা ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:০৩, ১১ মার্চ ২০১৬

রাজশাহীতে তিন মাস পর হত্যা মামলা ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গেল পৌরসভা নির্বাচনে রাজশাহীর আড়ানী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরদিন অসুস্থ হয়ে মারা যান বাবুল হোসেন। তার মৃত্যুর তিন মাস পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে দায়ের করা মামলায় লিটন নামের একজনকে আটকও করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। লিটন হোসেন আড়ানী পৌর এলাকার হামিদকুড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, আটক লিটন হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগ নেতা বাবুল হোসেনের মৃত্যুর রহস্য সম্পর্কে সূত্র পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে চালান করা হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে বাঘার আড়ানী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল হোসেন। গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার আগের রাতে হঠাৎ অসুস্থ হন তিনি। পরদিন সকালে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন দুপুরেই রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে বাবুল হোসেনের মৃত্যুতে ওই সময় এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। আর নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে বিষাক্ত কিছু পান করিয়ে বাবুল হোসেনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করে আসছিলেন তার পরিবারের লোকজন। এ ঘটনার পর এতদিন কোন মামলা না হলেও মৃত্যুর তিন মাস পর তার ছেলে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাউফলে চেয়ারম্যান প্রার্থীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ মার্চ ॥ বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশ্রাফ আলী ফকিরের খুনের ঘটনায় ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর উল্লাহ ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুস সত্তার ডাকুয়াসহ ৫২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাত সারে ১১টার দিকে নিহত আশ্রাফ আলীর মা অজুফা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সামসুল হক ফকিরের খালাতো ভাই আশ্রাফ আলী ফকির প্রতিপক্ষের হাতে খুন হন।
×