ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৬, ১০ মার্চ ২০১৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত, বাস দুর্ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষকসহ অন্তত ৫ জন আহত এবং কাঁঠালবাগানে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার সহকর্মীকে আটকের ঘটনা ঘটেছে। বুধবার সকাল নয়টার দিকে খিলক্ষেত থানাধীন বনরূপা আবাসিক এলাকার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রওশন জামিল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত রওশন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি খিলক্ষেত রেলক্রসিং এলাকায় থাকতেন এবং গাজীপুর বিআরটিসি স্কুলে শিক্ষকতা করতেন। অন্যদিকে বুধবার দুপুর একটায় কাকরাইল রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। এ সময় বাসটি একটি রিক্সাসহ কয়েক ব্যক্তিতে চাপা দেয়। এতে রিক্সারোহী দুই শিক্ষক ও তিন পথচারী আহত হন। রাজধানীর কাঁঠালবাগানে কিরণ মিয়া (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কিরণ কাঁঠালবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। সে পান্থপথে মানিক স্টিল মিলের ফিটিং মিস্ত্রি ছিল। বাড়ি নোয়াখালীতে। কিরণের গলায় দাগ রয়েছে। নিহতের দুই সহকর্মীকে আটক করা হয়েছে।
×