ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় কাউন্সিল পিছিয়ে যাচ্ছে

তৃতীয় ধাপে ২৮৮ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

প্রকাশিত: ০৮:২৯, ১০ মার্চ ২০১৬

তৃতীয় ধাপে ২৮৮ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ তৃতীয় ধাপের ৭০৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) মনোনয়ন বোর্ডের সভায় ৭০৯টির মধ্যে ২৮৮টি ইউপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক মুলতবী করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয়ে রাত প্রায় সোয়া দশটা পর্যন্ত চলে মনোনয়ন বোর্ডের এই সভা। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, আলোচনাকালে আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলন পিছিয়ে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন। আগামী ১৯ মার্চ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় কমিটির ১৯ মার্চ বৈঠকেই কাউন্সিলের চূড়ান্ত দিন ঘোষণা করা হবে। সারাদেশ থেকে আওয়ামী লীগের তৃণমূল মনোনয়ন বোর্ডের সুপারিশ এবং কয়েক দফা চালানো মাঠ জরিপ পর্যালোচনা করেই তৃতীয় ধাপের চেয়ারম্যান পদে একক ২৮৮ প্রার্থী চূড়ান্ত করে দলটি। আগামীকাল শুক্রবার পুনরায় বৈঠকে বসে বাকি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ জানান, আগামী ৩ দিনের মধ্যে তৃতীয় ধাপের সব ইউনিয়ন পরিষদের প্রার্থিতা চূড়ান্ত করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
×