ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাস্তা নির্মাণে ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে জানান ॥ মেয়র খোকন

প্রকাশিত: ০৮:০৮, ১০ মার্চ ২০১৬

রাস্তা নির্মাণে ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে জানান ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ রাস্তা নির্মাণে কোন প্রকার ত্রুটি দেখলে নাগরিকদের সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার রাজধানীর হাজারীবাগে বেড়িবাঁধ সড়কের পাশে নির্মিত দেশের প্রথম সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকীকরণের অংশ হিসেবে এই এসটিএস স্থাপন করা হয়েছে। ডিএসসিসির বিভিন্ন এলাকায় রাস্তার উন্নয়ন কাজ চলছে জানিয়ে মেয়র বলেন, রাস্তা নির্মাণে কোন ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, কষ্টের টাকায় রাস্তা করা হচ্ছে, অন্তত ৫/৭ বছর যেন টেকসই থাকে সে রকম নির্মাণ হতে হবে। আরবান পাবলিক এ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইউপিইএইচএসডিপি) আওতায় এডিবি ও সরকারের অর্থায়নে ডিএসসিসিতে সাতটি এসটিএস নির্মাণ করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে আরও ১৬টি এসটিএস নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রথম এসটিএস এর কার্যক্রম শুরু করতে পেরে ঢাকা-১০ এলাকা শুধু ঢাকা মহানগরী নয়, পুরো বাংলাদেশের মধ্যে উদাহরণ সৃষ্টি করল।
×