ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৯, ১০ মার্চ ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৪. ইরানের জাতীয় ইতিহাসে কার নাম এখনও অমর অক্ষয় হয়ে, আছে- ক) সোহরাব খ) রোস্তম গ) শাম ঘ) জাল ৩৫. মায়ানমার পূর্বে কী নামে পরিচিত ছিল? ক) বার্মা খ) আরাকান গ) রেঙ্গুন ঘ) পাইক্যা ৩৬. ‘দীপ ও ধূপ’ কবি কামিনী রায় লিখিত একটি- ক) ভ্রমণকাহিনী খ) কাব্যগ্রন্থ গ) জীবনীগ্রন্থ ঘ) নাটক ৩৭. বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমাক করল না কেন? ক) শাইলক আইনের অতি শ্রদ্ধাশীল ছিল খ) অ্যান্টনিওর উপর প্রতিশোধ নেয়ার সুযোগ কাজে লাগাতে গ) অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায় ঘ) অ্যান্টনিও দুঃশ্চরিত্র ছিল বলে ৩৮. প্রাচীন ভারতীয় আর্যভাষার শেষ স্তরটির নাম কী? ক) বাংলা খ) মারাঠি গ) অপভ্রংশ ঘ) পাঞ্জাবি ৩৯. জীবিত থাকতে নগেন তার মামার কাছ থেকে লাভ করেছে- ক) আদর-আপ্যায়ন খ) স্নেহ-মমতা গ) অনাদর-অবহেলা ঘ) ভালোবাসা-আন্তরিকতা ৪০. কার শাসনকালে আলী কোজাই বাগদাদে বাস করত? ক) খলিফা আল মামুনের খ) খলিফা হারুন-অর-রশীদের গ) খলিফা আল মনুসুরের ঘ) কলিফা মুতাসসিমের ৪১. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধানসমূহ লিপিবদ্ধ থাকে- র. সংবিধানে রর. শাসনতন্ত্রে ররর. স্মারকলিপিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪২. ‘বেরিবেরি’ রোগ হলো- র. হাত-পা ফুলে যাওয়া রর. শোথজাতীয় রোগ ররর. হাত-পা সাদা মতো হয়ে যাওয়া নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৪৩. ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’-এখানে ‘ভূস্বামী’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক) উপেনকে খ) সন্ন্যাসীকে গ) মালীকে ঘ) জমিদারক ৪৪. কবিরাজ মোড়লকে কী বলে সম্বোধন করেছেন? ক) নিষ্ঠুর খ) বদমেজাজী গ) অসহায় ঘ) ভীতু ৪৫. নাটিকার প্রথম দৃশ্যে কাকে মোড়লের নাড়ি পরীক্ষা করতে দেখা যায়? ক) রহমত আলীকে খ) অচেনা লোককে গ) হাসু মিয়াকে ঘ) কবিরাজকে ৪৬. নগেন তৈলচিত্রে প্রণাম করতে যায়- র. আত্মগ্লানি কমানোর আশায় রর. মনকে শান্ত করার ইচ্ছায় ররর. লোক দেখানো শ্রদ্ধা প্রকাশ করতে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪৭. কবির ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য হলো- ক) মানুষ তাকে ভুলবে না খ) মানুষ তাকে পূজা দেবে গ) মানুষ তাকে প্রশংসা করবে ঘ) মানুষ তাকে ভুল বুঝবে ৪৮. মোড়লের মুখে শরবত ঢেলে দিতে কে বলেন? ক) হাসু মিয়া খ) কবিরাজ গ) রহমত ঘ) সুখী লোকটি উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও এবারের রবিনসনের ভাবনা- এগুলো মাড়াই করবে কীভাবে? তাছাড়া চাই যাঁতাকল আর রুটি সেঁকবার জন্য তাওয়া। যাই হোক, বুদ্ধিমান রবিন শক্ত কাঠ দিয়ে যাঁতা তৈরি করল, আর মাটির থালার মতো পিটিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করল তাওয়া। ৪৯. অ্যান্টনিওর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে- ক) গম ও যব খ) ধান ও গম গ) ধান ও যব ঘ) যব ও ভুট্টা সঠিক উত্তর: ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (ক)
×