ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুখোমুখি সুপারম্যান ব্যাটম্যান

প্রকাশিত: ০৬:৩৩, ১০ মার্চ ২০১৬

মুখোমুখি সুপারম্যান ব্যাটম্যান

এতদিন আলাদাভাবে তাদের দেখে এসেছে দর্শক। ভক্ত হয়েছে। এবার খানিকটা মুশকিলেই পড়বেন দর্শকরা, বলা যায়। নতুন ছবিতে মুখোমুখি দুই সুপারহিরো। কাকে বেছে নেবেন তারা! লিখেছেন আসমা সুমি সুপারহিরো-ভক্তরা এবার নড়েচড়ে বসতেই পারেন। দেখা মিলবে একসঙ্গে দুই সুপারহিরোর। সুপারম্যানের সঙ্গে দেখা হবে ব্যাটম্যানের। এর আগে কোন ছবিতেই একসঙ্গে আসেননি তারা। এবারই প্রথম দুই সুপারহিরো। ব্যাটম্যান ও সুপারম্যানকে নিয়ে নির্মিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডাউন অব জাস্টিস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে প্রায় এক বছর আগে। আর তখন থেকেই দর্শক মুখিয়ে আছে মুক্তির অপেক্ষায়। অপেক্ষার পালা শেষ। ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাড়া জাগানো এ ছবিটি। জ্যাক স্নাইডারের ২০১৩-এর সুপারম্যান রিবুট সিনেমা ‘ম্যান অফ স্টিল’-এরই সিক্যুয়েল হতে যাচ্ছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডাউন অব জাস্টিস’। আগের সিরিজে দেখানো হয়েছে সুপারম্যান ও জডের লড়াইয়ের ফলে মেট্রোপলিসের ক্ষয়ক্ষতির জন্য সুপারম্যানকে দায়ি করা হয়। ব্যাটম্যান ওরফে ব্রুস ওয়েন আসেন সুপারম্যানকে দমাতে। এ ছবিতে মেট্রোপলিস ও ব্রুস ওয়েনের শহর গথাম সিটিকে সিস্টার সিটি হিসেবে দেখানো হয়েছে। তার শহর যাতে সুপারম্যানের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য আগাম তাকে রুখতে চেষ্টা চালাবেন ব্যাটম্যান। সর্বশেষ ট্রেলারটি বলছে এতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের ছায়া। বন্যার দৃশ্য মনে করিয়ে দেয় হারিকেন ক্যাটরিনা-পরবর্তী সময়, রকেটের বিস্ফোরণ মনে করিয়ে দেয় মহাকাশযান চ্যালেঞ্জারকে। উইনি টাওয়ারের ধ্বংসযজ্ঞ ৯/১১-র প্রতিরূপ। সব মিলিয়ে পরিচালক জ্যাক স্নাইডার বাস্তব-অবাস্তবের মিশেলে অসাধারণ এই ছবিটি তৈরি করেছেন। জ্যাক স্নাইডার ও ডেভিস এস গোয়ারের গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন ক্রিস টেরিও। ছবির বাজেট ২০ কোটি ডলারেরও বেশি। পরপর ৩টি ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সর্বশেষটি প্রকাশ পায় গত ১১ ফেব্রুয়ারি। দেখে বোঝা যায় পুরো ছবিতেই রয়েছে দুই সুপারহিরোদের তুমুল লড়াই। প্রত্যেকটি দৃশ্যে রয়েছে নতুন নতুন চমক আর লুকানো গল্প। নিঃসন্দেহে গত কয়েক বছরে মুক্তি পাওয়া যে কোন সুপারহিরো বা কল্পবিজ্ঞান সিনেমাকে টেক্কা দিতে চলছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডাউন অব জাস্টিস’। ট্রেলার সূত্রে আরও বলা যায়, সুপারহিরোদের মধ্যে লড়াই বাধিয়ে মারভেলকে একহাত দেখিয়ে দিল ডিসি কমিক্স। মারভেলের ‘সিভিল ওয়ার’-এ অনেক সুপারহিরোদের পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। কিন্তু তার জন্য আরও অনেকদিনের অপেক্ষা আছে। আপাতত দর্শকদের সন্তুষ্ট থাকতে হবে এই দুই সুপারহিরোর লড়াইয়ে। এতে সুপারম্যান চরিত্রে ‘ম্যান অব স্টিল’-এর পর আবার ফিরেছেন ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। তবে প্রথমবারের মত ব্যাটম্যানের পোশাক গায়ে জড়ালেন বেন এ্যাফ্লেক। এছাড়া নতুন সংযোজন হিসেবে পাওয়া যাবে ওয়ান্ডার উইম্যান চরিত্রে গ্যাল গেডটকে। লয়েস লেন চরিত্রে এমি অ্যাডামস, এবং সুপারভিলেন লেক্স লুথারের চরিত্রে দেখা যাবে জেসি আইজেনবাগকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লরেন্স ফিশবান, ডিয়ানে লেইন প্রমুখ। অভিনয়শিল্পীদের তালিকা দেখেই বোঝা যায়, ছবিটি ভরপুর অ্যাকশনের।
×