ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বলিউড কাঁপিয়ে দাপিয়ে হলিউডে

প্রকাশিত: ০৬:৩৩, ১০ মার্চ ২০১৬

বলিউড কাঁপিয়ে দাপিয়ে হলিউডে

যাত্রাটা শুরু হয়েছে বলিউডের খলনায়ক অমরেশ পুরির হাত ধরে। তখন ১৯৮৪। ‘ইন্ডিয়ানা জোন্স এ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ সিনেমায় প্রথম ডাক পান তিনি। এরপর হলিউডে নাম লিখিয়েছেন ভারতের অনেক অভিনেতা। সম্প্রতি শিরোনাম হওয়া ক’জনকে নিয়ে লিখেছেন রুদ্র সোহাগ অমিতাভ বচ্চন : হলিউডেও সাড়া লিওনার্দো ডিক্যাপ্রিও, টোবি ম্যাগোয়াইয়ার- এসব খুব বড় নাম হলিউডে। আর, অমিতাভ তো বলিউডের শাহেনশাহ্! তিনজন মিলে গেলে কী যে ঘটতে পারে বিশ্ব চলচ্চিত্রে, তা দেখাতে অনেকটাই ব্যর্থ ‘দ্য গ্রেট গ্যাটস্বি’ ছবিটি। বাজ লহরম্যান পরিচালিত এই ছবিটির মাধ্যমেই হলিউডে অভিষেক হলো অমিতাভের। চরিত্রটি ছোট্ট ছিল বটে, তবে প্রশংসিত হয়েছে তুমুল। আমেরিকার ম্যাগাজিন এবং সংবাদপত্রগুলোও তাঁকে বেশ সুনজরেই দেখেছে। ‘মিস্টার বচ্চন শুধু তাঁর প্রতিভা ও অভিনয় ক্ষমতা দিয়ে আমাকে অনুপ্রাণিত করেননি, তাঁর ব্যক্তিত্বেও আমি মুগ্ধ। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত। ছোট চরিত্রেও তিনি যেভাবে কাজ করেন, সেটা অভাবনীয়। আমি ভবিষ্যতেও মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করতে চাই’, লিওনার্দো ডিক্যাপ্রিও তো বলেই ফেললেন এমন কথা! ঐশ্বরিয়া রাই : ‘সেই’ দৃশ্যটি আজও জনপ্রিয় কী ‘সেই’ দৃশ্য! ভাবাচ্ছে তো? ‘মিসট্রেস অফ স্পাইসেস’-এর সঙ্গে ‘হট সিন’ লিখে গুগুল করলেই সব ভাবনার হবে অবসান। ঐশ্বরিয়ার হলিউড যাত্রা শুরু হয় ‘লাস্ট লিজিয়ন’-এর প্রধান চরিত্র করে। সঙ্গে ছিলেন কলিন ফার্থ এবং বেন কিংসল। ক্যারিয়ারের শীর্ষ সময়ে ছিলেন তখন ঐশ্বরিয়া। বাণিজ্য মন্দায় ছবিটি মুখ থুবড়ে পড়লেও টিকে ছিলেন তিনি, অভিনয়-দক্ষতায়। ডাক পেলেন ‘প্রোভোক্ড’, ‘মিসট্রেস অব স্পাইসেস’ এবং ‘পিঙ্ক প্যান্থার ২’ ছবিতে। শেষেরটি তো কাঁপিয়েছে বেশ! তবে, সামগ্রিকভাবে হলিউডে খুব সফল কিছু করে দেখানো হয়নি আজও ঐশ্বরিয়ার। ইরফান খান : ছোট্ট চরিত্রেই বাজিমাত হলিউডের স্বাদ পেয়েছেন বহু আগেই। ‘আ মাইটি হার্ট’ প্রথম ছবি। সময়টা ২০০৬। করেছেন ‘দ্য নেমসেক’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর মতো দুর্দান্ত ছবি। তবুও কাঁপল না হলিউড। ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’-এ ছোট্ট একটি চরিত্র করেছেন। আর তাতেই বাজিমাত! বড় ব্যানারের ছবি হলে যা হয় আর কী। করলেন ‘লাইফ অফ পাই’, ‘জুরাসিক পার্ক’। পুরো কাজ শেষের পথে ‘ইনফার্নো’র। এটি অবশ্য ক্রাইম থ্রিলার। সহ-অভিনেতা টম হ্যাঙ্কস। এত কাজ করছেন, তবুও রোজগার হচ্ছে না আহামরি। বললেন, ‘যা টাকা পাই, সেটা ওখানে থাকতেই খরচ হয়ে যায়। অনেক সময় নিজের পকেট থেকে খরচ করতে হয়। কিন্তু, আমি তা-ও করি। কারণ, আমি জানি, এই সুযোগ হয়তো খুব বেশি পাব না।’ প্রিয়াংকা চোপড়া : ভূমিকাতেই নজরকাড়া ‘কোয়ান্টিকো’, হলিউডের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ। প্রিয়াংকার অভিষেক হল এতে, এফবিআই ট্রেনি হয়ে। গল্পের প্রোটাগনিস্ট তিনি। হলিউডের মতো পরিসরে টিভি সিরিজের প্রোটাগনিস্ট হওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়! তাঁর অভিনয়ে ওদেশের দর্শকও মুগ্ধ, আনন্দিত। ‘পিপল্স চয়েস অ্যাওয়ার্ডস’-এ ‘মোস্ট পপুলার অ্যাকট্রেস’-এর খেতাব জিতে নেয়ার ব্যাপারটা তারই একটা নমুনা। হ্যাঁ, শীঘ্রই প্রিয়াংকাকে হলিউডের বড়পর্দায়ও দেখা যাবে। নয়ের দশকের জনপ্রিয় সিরিজ ‘বেওয়াচ’ নিয়ে ছবি করছেন ‘দ্য রক’ ডোয়েন জনসন। তাতেই অভিনয়শৈলী দেখানোর সুযোগটা পেয়ে তাক লাগানোর অপেক্ষায় প্রিয়াংকা। দীপিকা পাড়ুকোন : অভিষেকের অপেক্ষায় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’-এ অভিনয় করার সময় হয়ে উঠেনি তো কী হয়েছে! এবার সবকিছু ঠিকঠাক। যদিও বিষয়টা এখনও স্বীকার করেননি দীপিকা, কী আসে যায় তাতে! সবাই-ই জানে, ভিন ডিজেলের ‘ট্রিপল এক্স- দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতেই হলিউড পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। সম্ভবত, মুখ্য ভূমিকাতেই। এ নিয়ে জলঘোলা হয়েছে প্রচুর, হচ্ছে এখনও। হলিউড পর্দায় নিজেকে মেলে ধরতে একেবারে প্রস্তুত তিনি, এমনটা জানিয়েছেন অবশ্য দীপিকা। কিছুদিন আগে ট্রিপল এক্স-এর পরিচালক ডি জে কুরাসো নিশ্চিত করেছেন, দীপিকার অভিনয়ের ব্যাপারে। ব্রাড পিটের বিপরীতেও নাকি দেখা যাবে তাঁকে! খুব শীঘ্রই। ইতিমধ্যেই নাকি পিটের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন দীপিকা।
×