ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবলের ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:০৩, ১০ মার্চ ২০১৬

মহিলা ফুটবলের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে ময়মনসিংহ জেলা এবং বিজেএমসি। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে শিরোপা জয়ের লক্ষ্যে। উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা (এর আগের চারবারের চ্যাম্পিয়ন আনসার ভিডিপি)। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। নৌবাহিনী-সেনাবাহিনীর শুভসূচনা স্বাধীনতা দিবস হকি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায় ‘স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতা’ বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ১০-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। নৌবাহিনীর কৃষ্ণ কুমার দাস এবং মাইনুর ইসলাম ৩টি করে ফিল্ড গোল করেন। এছাড়া রাসেল মাহমুদ জিমি ২টি ফিল্ড গোল, রোমান সরকার ও দ্বীন ইসলাম ইমন ১টি করে ফিল্ড গোল করেন। বাংলাদেশ পুলিশের লালন একমাত্র ফিল্ড গোল করেন। স্বাধীনতা দিবস ভলিবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট।’ এই প্রতিযোগিতা চলবে ১৩ মার্চ পর্যন্ত। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে শুভসূচনা করে। বুধবার সকালে পল্টনের ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক-আল-মামুন। এবারের টুর্নামেন্টে ৯ দল অংশ নিচ্ছে। দলগুলো হলোÑ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমানবাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
×