ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসি ফিরলেন, তেভেজ নেই

প্রকাশিত: ০৬:০৩, ১০ মার্চ ২০১৬

মেসি ফিরলেন, তেভেজ নেই

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে প্রথম চার ম্যাচে ছন্নছাড়া দেখা গেছে দিয়াগো ম্যারাডোনার দেশকে। অবশেষে দলে ফিরলেন মেসি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনার ২৯ জনের দলে ডাক পেয়েছেন বার্সিলোনা তারকা। তবে বাদ পড়েছেন কার্লোস তেভেজ। আগামী ২৪ মার্চ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পাঁচদিন পর বলিভিয়ার বিপক্ষে খেলবে গত বিশ্বকাপের রানার্সআপরা। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের গত চার ম্যাচে খেলতে পারেননি মেসি। দলের সেরা তারকার অনুপস্থিতিতে খেলা চার ম্যাচে এক হার, এক জয় ও দুই ড্রয়ে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিবিহীন আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য এবং পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে। নিজেদের প্রথম জয়টি আর্জেন্টিনা পায় কলম্বিয়ার বিপক্ষে। মেসির পাশাপাশি আর্জেন্টিনা দলে ফিরেছেন সার্জিও এ্যাগুয়েরোও। এ দু’জনের ফিরে আসার বাইরে বড় খবর, বাদ পড়েছেন তেভেজ। চলতি মৌসুমেই জুভেন্টাস ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে যোগ দেয়া তেভেজ অবশ্য ফর্মের সঙ্গে যুদ্ধ করছেন।
×