ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

আত্মবিশ্বাসী ড্যারেন সামি

প্রকাশিত: ০৬:০১, ১০ মার্চ ২০১৬

আত্মবিশ্বাসী ড্যারেন সামি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২ সালের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে সাড়ে তিন দশকের মধ্যে একমাত্র বড় শিরোপা জয় করার সৌভাগ্য দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তাই দলীয় অধিনায়ক ড্যারেন সামি আরেকবার আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করে জানিয়েছেন, ভারতে ক্যারিবীয়দের ভাল করার যথেষ্ট সুযোগ আছে। যদিও দলে নেই কাইরেন পোলার্ড ও সুনীল নারাইনের মতো ম্যাচউইনার তারকা। এ প্রসঙ্গে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘পোলার্ড ও নারাইনের বদলি খেলোয়াড় বাছাই করা অবশ্যই কঠিন। ২০১২ সালে টি২০ বিশ্বকাপ জয়ে তারাই আমাদের দলের মূল খেলোয়াড় ছিলেন। কিন্তু তারপরেও আমাদের এই দলটিও ভাল। এই দলে পোলার্ডের পরিবর্তে রয়েছে কার্লোস ব্র্যাথওয়েট। সে একজন অসাধারণ অলরাউন্ডার। আশা করছি এবারের আসরে সে বড় ভূমিকা রাখতে পারবে।’ সামি আরও বলেন, ‘নারাইনের পরিবর্তে দলে এসেছে এ্যাশলে নার্স। নার্সের মধ্যে ব্যাটিং করার যোগ্যতাও রয়েছে যা আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। দলের ১৫ সদস্যই ম্যাচউইনার। সবচেয়ে ভাল দিক হচ্ছে এই দলের বেশির ভাগ সদস্যই আইপিএলে খেলেছে। সে কারণেই ভারতীয় কন্ডিশন সম্পর্কে তারা পরিচিত। আমরা আসলেই বিশ্বাস করি টি২০ বিশ্বকাপ আমরা জিততে পারব।’ ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত জটিলতার বিষয়টি এড়িয়ে গিয়ে সামি বলেন, ‘দুবাইয়ে সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পটি তাদের প্রস্তুতিতে বেশ সহযোগিতা করেছে। তার মতে একবার যখন কোন খেলোয়াড় মাঠে খেলতে নামে তখন তার সামনে চুক্তি বা অন্যান্য কোন বিষয় থাকে না। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। এই মুহূর্তে আমরা টি২০ বিশ্বকাপ খেলতে এসেছি, এটাই মূখ্য। এখানে আমাদের দেশের ভাবমূর্তি জড়িত। ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল যেখানে স্বীকৃত অলরাউন্ডারের কোন অভাব নেই। টি২০ বিশ্বকাপে যা খুবই জরুরী, সে কারণেই এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজকে সম্ভাবনাময় একটি দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে। যেহেতু আগামী টি২০ বিশ্বকাপ ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সে কারণেই দলের সিনিয়র খেলোয়াড়রা এবারের আসরটিকে একটু আলাদাভাবে বিবেচনা করছেন। ৩২ বছর বয়সী সামি বলেন, ‘এবারের টুর্নামেন্টটা আমাদের কাছে অনেক অর্থবহ। পরবর্তী আসর যেহেতু চার বছর পরে অনুষ্ঠিত হবে সে কারণেই আমাদের অনেক খেলোয়াড়ই সেখানে খেলতে পারবে না। আমি ছাড়াও এই পথে আছে গেইল (৩৬ বছর), মারলন স্যামুয়েলস (৩৫), সুলাইমেন বেন (৩৪), ডোয়াইন ব্র্যাভো (৩২)।’ তবে একটি বিষয় এখানে বিবেচ্য যে ক্যারিবিয়ান ক্রিকেটাররা বিশ্বজুড়ে বিভিন্ন টি২০ ইভেন্টে ব্যক্তিগতভাবে অংশ নিলেও একটি ইউনিট হিসেবে তাদের খেলার অভিজ্ঞতা খুবই কম। এ নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন সামি, তার মতে, ‘আমরা আলাদাভাবে খেললেও ড্রেসিং রুমে যখন আমরা গেইল, ব্র্যাভো, রাসেল, স্যামুয়েল বাদ্রি, স্যামুয়েলসরা একসঙ্গে থাকি তখন আমি দেখি এই দলটা কতটা সমৃদ্ধ। এই ফরমটে সত্যিকার অর্থেই আমরা বেশ আত্মবিশ্বাসী একটি দল।’ মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইলের কথা আলাদা করে উল্লেখ করেন অধিনায়ক। সম্প্রতি ফেবারিট না হয়েও অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয় করে উইন্ডিজ- এটিকেও অনুপ্রেরণা মনে করেন সামি।
×