ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা ও দারুণ ছন্দে থাকা দলের সার্বিক অবস্থা নিয়ে বললেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

‘এতটুকু ভুলের সুযোগ নেই’

প্রকাশিত: ০৫:৫৯, ১০ মার্চ ২০১৬

‘এতটুকু ভুলের সুযোগ নেই’

শাকিল আহমেদ মিরাজ ॥ টি২০তে ভারতের বৃহস্পতি এখন তুঙ্গে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল, সর্বশেষ এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার- সব মিলিয়ে সপ্তাকাশে উড়ছে মহন্দ্রে সিং ধোনির দল। ঘরের মাটিতে শুরু হওয়া টি২০ বিশ্বকাপে হট ফেবারিট ভারত। শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক, তবে খেলাটা যেহেতু ঘোরতর অনিশ্চয়তার টি২০, ধোনি তাই সতর্কও। ভারতের সম্প্রতি সাফল্য, দলীয় শক্তিসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে খেলাখুলি কথা বলেন দেশটির আধুনিক সময়ের সফলতম অধিনায়ক। ‘ফরমেটটা যেহেতু টি২০, তাই দুই-তিনটা ওভার খারাপ খেললেই সর্বনাশ হয়ে যেতে পারে। বিশেষ করে নকআউট পর্বে। সামান্য দু-একটা ভুলই টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। ক্ষুদ্র পরিসরে এই ধরনের টুর্নামেন্টে খারাপ দিন বলে কিছু থাকতে পারবে না। তাই বিশ্বকাপটাকে আমরা মোটেই সহজভাবে নিচ্ছি না।’ বলেন ক্যাপ্টেন কুল ধোনি। সম্প্রতি দল ভাল করায় ঘরের মাটিতে টি২০ বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা অনেক। ভারত অধিনায়ক সেটি ভালভাবে জানেন, ‘সবাই তো এখন আমাদের আট নম্বর গিয়ারে তুলে দিয়েছে। আমরা অবশ্য ছয় নম্বর গিয়ারে আছি! এই অবস্থায় প্রথম বল থেকে মনোযোগ জরুরী। গিয়ার আর বেশি তুলতে হবে বলে মনে হয় না! দল যেভাবে খেলছে তাতেই আমরা যথেষ্ট খুশি। বুঝে শুনে ধীরলয়ে এগোতে চাই, বেশি ভেবে লাভ নেই।’ বেশি ভাবলে অযথা চাপ তৈরি হবে বলেও মনে করেন ভারতকে দু-দুটি বিশ্বকাপ জেতানো (২০০৭ টি২০ ও ২০১১ ওয়ানডে) অধিনায়ক। ধোনি সবচেয়ে খুশি বোলিং নিয়ে, ‘টি২০ বিশ্বকাপের আগে আমি যাতে সবচেয়ে খুশি তা হলো, প্রথম ওভার থেকেই জানি ডেথ ওভারে কে বল করবে। এটা বড় স্বস্তির বিষয়। ৯৯ শতাংশ সময়েই জানা ডেথ বোলিংয়ে কাকে বেছে নেব। চমৎকার বিশেষজ্ঞ বোলার থাকায় কাজটা সহজ হয়ে গেছে।’ ভারতের ব্যাটিং সবসময় বিশ্বসেরা। আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের মতো উইলোবাজ। দলটির মূল সমস্যা ছিল বোলিংয়ে, সম্প্রতি সেটিও কাটিয়ে উঠেছে। অভিজ্ঞ অশিষ নেহরার সঙ্গে জাসপ্রিত বুমরা ও হারদিক পান্ডিয়াকে নিয়ে পেস আক্রমণ ভয়ঙ্কর। স্পিনে সময়ের সেরা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবিন্দ্র জাদেজা। ভাল হলেও কয়েকটি ম্যাচেই ব্যাটিং অর্ডারে, বিশেষ করে চার-পাঁচ নম্বরে যুবরাজ সিং ও অধিনায়ক ধোনির মধ্যে ওঠা-নামা হয়েছে। এ প্রসঙ্গে অধিনায়কের মন্তব্য, ‘মনে রাখতে হবে দলে তিন কোহলি নেই। যদি তাই থাকত, তবে আমি নিশ্চিন্ত হতে পারতাম, একজন না একজন বিরাট ম্যাচ ফিনিশ করে আসবে। তিন নম্বরে নেমে অবশ্যই ও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। কিন্তু প্রতিপক্ষ যদি বড় রান করে, লোয়ার-অর্ডারের কাউকেই ম্যাচ শেষ করার দয়িত্ব নিতে হয়। টপঅর্ডার বড় ইনিংসের ভিত গড়ে দেয়। শেষটা কিন্তু পাঁচ-ছয় বা সাত নম্বরে নামা কাউকেই করতে হয়। ওরাই আসল ফিনিশার। আমি জানি দলে আমার ভূমিকা কি, সেভাবেই কিছু দেয়ার চেষ্টা করি। সমালোচকরা কী বলেন, তা নিয়ে কোনদিনই ভাবি না।’ নিজের ব্যাটিং নিয়ে অনেকটা সোজা মন্তব্য ধোনির, ‘পজিশনে ওঠা-নামা থাকবেই। এটা পরিস্থির দাবি। দেখতে হবে সুযোগ কখন আসছে। এশিয়া কাপের ফাইনালে যেখানে নেমেছিলাম, ও রকম পরিস্থিতি হলে ৯০ বারই আমি নামব, যখন ম্যাচ জেতাতে ১০-১২টি বল বাকি, সেখানে আমি চ্যালেঞ্জ নিতে তৈরি। এটা আমি উপভোগ করি, বিশ্বকাপেও আমাকে একই ভূমিকায় দেখা যাবে।’ ২০১১ বিশ্বজয়ের প্রসঙ্গ টেনে ভারত অধিনায়ক যোগ করেন, ‘ট্রফি জয়ের চাহিদা দুটি ক্ষেত্রে একই রকম। এবারও প্রত্যাশার চাপ সেবারের চেয়ে কম নয়। তবে এটা ঠিক, এবার আমাদের প্রস্তুতিটা দারুণ।’ উইকেট ব্যাটিং-সহায়ক হবে এবং দর্শক আনন্দ পাবে বলেও মনে করেন ধোনি। মঙ্গলবার নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফেবারিট ভারতের টি২০ বিশ্বকাপ পুনরুদ্ধার মিশন।
×