ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনের পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৪, ১০ মার্চ ২০১৬

কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনের পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্য আশরাফুলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল মোঃ আশরাফুল ইসলাম মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি বৃদ্ধা মা, স্ত্রী ফারজানা ববি, ২ বছর বয়সী একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস মাহি এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। গত বছরের ৯ এপ্রিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো গমন করেন। মিশনে যাওয়ার পূর্বে তিনি র‌্যাব হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। তার পিতা মরহুম ইয়াকুব খাঁ। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার টিকারী গ্রামে। তার মরদেহ দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×