ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডালিম হোটেলকে অবিলম্বে জাদুঘরে রূপান্তর করা হোক ॥ গণহত্যা আর্কাইভ

প্রকাশিত: ০৫:৪৩, ১০ মার্চ ২০১৬

ডালিম হোটেলকে অবিলম্বে জাদুঘরে রূপান্তর করা হোক ॥ গণহত্যা আর্কাইভ

স্টাফ রিপোর্টার ॥ কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর নির্যাতনের স্মৃতিচিহ্ন বিজড়িত চট্টগ্রামের ডালিম হোটেলকে অবিলম্বে সংরক্ষণ করে জাদুঘরে রূপান্তরের দাবি জানিয়েছে ‘১৯৭১ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট। ট্রাস্ট্রের পরিচালনা কমিটির সদস্য তপন পালিত স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের মেয়রের কাছে এই দাবি জানান ট্রাস্ট্রের সভাপতি ইতিহাসবিদ মুনতাসীর মামুন, সহসভাপতি শিল্পী হাশেম খান, ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম, ট্রাস্টি শাহরিয়ার কবির ও তারিক সুজাত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাত্তরের কিলিং স্কোয়াড আল বদর বাহিনীর কমান্ডার চট্টগ্রামের খুনী হিসেবে পরিচিত মীর কাশেম আলীর ফাঁসি বহাল থাকায় সাধারণ মানুষ দুশ্চিন্তামুক্ত হয়েছে এবং রায়ে সন্তোষ প্রকাশ করেছে। মীর কাশেমের মৃত্যুগুহা খ্যাত ডালিম হোটেলকে ১৯৭১-এর অন্যতম নির্যাতন কেন্দ্র হিসেবে জাদুঘরে রূপান্তরিত করে সংরক্ষণ এবং অবিলম্বে সেখানে তথ্যাদি সংবলিত একটি ফলক উদ্ধোধনের দাবি জানানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘১৯৭১ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট্রের এই দাবির পক্ষে আরও সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী, অধ্যাপক গাজী সালেহউদ্দিন ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
×