ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারককে বোমা নিক্ষেপ

জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড কমে আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪১, ১০ মার্চ ২০১৬

জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড কমে আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বিচারকের ওপর বোমা হামলার ঘটনায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শূরা সদস্য আকতারুজ্জামানের মৃত্যুদ-ের সাজা কমিয়ে আমৃত্যু কারাদ-ের সাজা দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার পর ২৮ আগস্ট সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর ওপর বোমা হামলা চালানো হয়। এতে অংশ নেন জেএমবির শূরা সদস্য আকতারুজ্জামান। এ হামলায় বিচারক এবং তার গাড়িচালক গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত ২০০৬ সালে আকতারুজ্জামানকে ফাঁসির সাজা দেয়। এই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আপীলের শুনানি করে হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া ফাঁসির সাজা বহাল রাখে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে আপীল করে আসামিপক্ষ। শুনানি শেষে আদালত তার ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু সাজা দেয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ্যাডভোকেট দেলওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল দিলিরুজ্জামান। ঘটনার সময় এ আসামির বয়স ছিল ২০ বছর। তাই বয়স বিবেচনায় জেএমবির এ নেতার মৃত্যুদ-ের সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দিয়েছে আদালত।
×