ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

প্রথম ধাপে দেড় শতাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ থেকে সাসপেন্ড

প্রকাশিত: ০৫:৪০, ১০ মার্চ ২০১৬

প্রথম ধাপে দেড় শতাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ থেকে সাসপেন্ড

বিশেষ প্রতিনিধি ॥ প্রথম ধাপের ৭৩৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী দেড় শতাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। পরবর্তী ধাপের ইউপি নির্বাচনগুলোতেও বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নিলেও কাউকে ছাড় দেবে না দলটি। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ইউপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সাময়িক বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের আগে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। দলের আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর সঠিক সংখ্যা এখনও নিরূপণ করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা জেলা-উপজেলার নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যোগাড় করছেন। তবে বুধবারের বৈঠকে প্রথম ধাপের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থিতার নামে বিদ্রোহী প্রার্থী হওয়া দেড় শ’ তৃণমূল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। শুধু বিদ্রোহী প্রার্থীই নয়, বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যেসব তৃণমূল নেতা নির্বাচনের মাঠে কাজ করবেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করে বলেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেই বিদ্রোহী প্রার্থী হোক না কেন, তাকে কোন ছাড় দেয়া হবে না। আর সব ধাপের ইউপি নির্বাচনেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়া হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনেও যারা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের মাঠে রয়েছেন তাদের নির্দিষ্ট সময়ের আগেই প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, আজকের পর আর কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না। তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে তৃতীয় ধাপের ৭০৯টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জাতীয় সম্মেলন পিছিয়ে যাচ্ছে ॥ আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দলটির ২০তম জাতীয় কাউন্সিল যে পিছিয়ে যাচ্ছে তা স্পষ্ট করেছেন দলটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বুধবার প্রেস ব্রিফিংকালে হানিফ বলেন, ইউপি নির্বাচনের কারণে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৮ মার্চ থেকে পিছিয়ে পরবর্তী কোন তারিখে নির্ধারিত হতে পারে। আওয়ামী লীগ একটি বড় দল। সারাদেশ থেকে দলের নেতাকর্মীরাসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন দলের নেতাকর্মীরাও সম্মেলনে যোগ দেবেন। আর এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হওয়ায় এ নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব নেতাকর্মীই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। সব বিষয় চিন্তা করে দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তন হয়ে নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।
×