ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণের অভিযোগ

কচুয়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

প্রকাশিত: ০৪:২৪, ১০ মার্চ ২০১৬

কচুয়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আটকে রেখে যৌনলালসা চরিতার্থের অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বিরুদ্ধে এক তরুণী মামলা করেছেন। বুধবার দুপুরে পুলিশী প্রহরায় মামলার বাদী ওই ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। মামলা করার পর থেকে উপজেলা চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কচুয়া থানার ওসি মোঃ শমসের আলী জানান, বাদী অভিযোগ করেছেন, ২০০৫ সালে তার বাবা বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার পর তারা অসহায় হয়ে পড়েন। এ সুযোগে এস এম মাহফুজুর রহমান তাদের বাড়িতে গিয়ে তাকে কাজ দেয়ার কথা বলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় চেয়ারম্যানের বিসমিল্লাহ ভবনে নিয়ে আসেন। তখন থেকেই তাকে আটকে রাখা হয়। ওই বছরের ২১ জুন রাতে মাহফুজুর রহমান তার বাড়ির দোতলায় তাকে ধর্ষণ করে। উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দিয়ে বছরের বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। যশোরে বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে শহরতলী শেখহাটি কালিতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ জানায়, বুধবার ভোরে পুলিশ শহরতলীর শেখহাটি কালিতলা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে আরিফ পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তার কাছ থেকে ১টি পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ছাত্রলীগ নেতা আরিফকে পুলিশ বাড়ির সামনে থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছেন। প্রতিবন্ধী স্কুল উদ্বোধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিশেষ শিক্ষার মাধ্যমে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে উলিপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জুম্মাহাট এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করেন সুইড-বাংলাদেশ মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। বক্তব্য রাখেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামিরি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান ও অধ্যক্ষ খায়রুজ্জামান। পয়োনিষ্কাশন বিষয়ে সভা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ মার্চ ॥ বুধবার ধামইরহাটে পানি ও পয়োনিষ্কাশন বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওয়াটসন কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এডিপির সহযোগিতায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাজেদা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
×