ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোমারে খোলা আকাশের নিচে স্কুল ॥ রোদে পুড়ছে শিশু

প্রকাশিত: ০৪:১৯, ১০ মার্চ ২০১৬

ডোমারে খোলা আকাশের নিচে স্কুল ॥ রোদে পুড়ছে শিশু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৫০ নম্বর মধ্য বোড়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙ্গে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান। শুষ্ক ও রোদ্রের তাপে খোলা আকাশের নিচে ক্লাস করতে কোমলমতি শিশুরা চরম দুর্ভোগে পড়েছে। ফলে অনেক শিক্ষার্থী স্কুল আসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সোমবার এলাকায় গিয়ে জানা যায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়টির ভাঙ্গা টিনশেড কক্ষে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান চলে আসছিল। এ অবস্থায় ৩ মার্চ দুপুরে সামান্য বাতাসে বিকট শব্দ হয়। শিক্ষার্থী ও শিক্ষক ক্লাস রুম থেকে বেরিয়ে আসা মাত্রই স্কুল ঘরের মাঝখানে টিনের চালাটি হুড়মুড় করে ভেঙ্গে পড়ে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ৩০৯ ছাত্রছাত্রী তাদের মধ্যে প্রাক-প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রীকে খোলা আকাশের নিচে ক্লাস করাতে হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলম তারেক বলেন, ১৯৩৫ সালে স্থাপিত স্কুলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রছাত্রী বাড়লেও সরকারীভাবে পাকা করা হয়নি। ম্যানেজিং কমিটির সভাপতি জগবন্ধু রায় জানান, গত বছর ভাঙ্গা কক্ষটি আমরা নিজের অর্থ ব্যয় করে মেরামত করেছি, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি। কয়েকদিন আগে উপজেলা শিক্ষা অফিসার মনছুর আলী বিদ্যালয় পরিদর্শনে এসে নিজেও দেখে গেছেন। ফাল্গুনের হাওয়া বাতাস ও রোদে খোলা জায়গায় ক্লাস করে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। ফলে শিক্ষার্থীদের মধ্যে অনেকে স্কুল আসা ছেড়ে দিয়েছে। বিষয়টি আশু সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। বিষ্ণুমূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পচামাড়িয়া পুকুরপাড়া গ্রামের একটি আবর্জনার স্তূপের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এ সময় গ্রামের বাসিন্দা ইয়াদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির পাশের আবর্জনার স্তূপ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জনপ্রতিনিধি সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সোনারং-টঙ্গীবাড়ি ইউপির সাবেক ৪৫ জনপ্রতিনিধিকে সম্মাননা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে দেয়া হয়েছে মরণোত্তর সম্মাননা। ব্যতিক্রম এই আয়োজনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। বুধবার টঙ্গীবাড়ি উপজেলা সদরের এই ইউপি মিলনায়তনে ব্যতিক্রম আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাজিনা সারোয়ার। এর মূল উদ্যোক্তা ইউপিটির চেয়ারম্যান আব্দুল কাদের মাল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
×