ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে গুলিতে আহত শ্রমিক নেতার মৃত্যু

প্রকাশিত: ০৪:১৯, ১০ মার্চ ২০১৬

নাটোরে গুলিতে আহত শ্রমিক নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাদাতা, নাটোর, ৯ মার্চ ॥ শহরের যমুনা ডিস্টিলারিজের সামনে দুই পক্ষের গোলাগুলিতে দীর্ঘ ১৮ দিন পর মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন নাটোর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রতন ওরফে মাসুদ রানা (৩৪)। বুধবার সকাল ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রানা শহরতলীর একডালা এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। রাজশাহীর আহত ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীর বাগমারায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত দুলাল হোসেন নামের একজন মারা গেছেন। মঙ্গলবার হামলার ঘটনায় গুরুতর আহত দুলাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান। দুলালের মৃত্যুর পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। এর আগে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মকবুল হোসেন, আব্দুল লতিফ ওরফে আবুল হোসেন, ইসমাইল হোসেন ও আলতাফ হোসেন। শেরপুরে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ইজিবাইক চালক হত্যা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ মার্চ ॥ শেরপুরে ইজিবাইক চালক আব্দুর রেজ্জাক ও খলিল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে শহরের খোয়ারপাড় এলাকায় জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খোয়ারপাড় শাখা কমিটির সভাপতি আলমগীর হোসেন বিশু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
×