ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী দিবস উপলক্ষে আশা ইউবির র‌্যালি

প্রকাশিত: ০৪:১৮, ১০ মার্চ ২০১৬

নারী দিবস উপলক্ষে আশা ইউবির র‌্যালি

আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার আশা ইন্টারন্যাশনাল এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশা ইউবি) যৌথভাবে একটি র‌্যালির আয়োজন করে। আশা প্রেসিডেন্ট এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সফিকুল হক চৌধুরী পায়রা ও বেলুন উড়িয়ে আশা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালির শুভসূচনা করেন। এ সময় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, উপদেষ্টা অধ্যাপক মঈনউদ্দিন খান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, রেজিস্ট্রার মোঃ খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। ইউজিসির সঙ্গে ৫ ভার্সিটির চুক্তি উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের ইনোভেশন ফান্ডের আওতায় দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় পাঁচটি ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবরেটিভ রিসার্চ প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশ্যে ইউজিসির সঙ্গে মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে এক চুক্তিস্বাক্ষর করে। এই গবেষণা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইনোভেশন ইকোসিস্টেম সংস্কৃতি গড়ে তোলার সূচনা করা। চুক্তি স্বাক্ষরকারী বিশ^বিদ্যালয়গুলো হচ্ছে- ঢাকা বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, খুলনা বিশ^বিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহান্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন হেকেপের এআইএফ কো-অর্ডিনেটর কোরবান আলী। -বিজ্ঞপ্তি। সড়কে রাখা পাথর কেড়ে নিল যুবকের প্রাণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ায় ফুলশ্রী বাইপাস সড়কের ওপর ঠিকাদারের স্তূপ করে রাখা পাথর কেড়ে নিয়েছে ছালাম মোল্লা (২৫) নামের এক যুবকের প্রাণ। নিহত ছালাম উপজেলার বারপাইকা গ্রামের সাহেব আলী মোল্লার পুত্র। পুলিশ জানায়, একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছালাম মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় সড়কের ওপর ঠিকাদারদের স্তূপ করে রাখা পাথরের কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ছালাম গুরুতর জখম হয়। প্রথমে তাকে উপজেলা ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ছালামকে ঢাকায় নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
×