ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

প্রকাশিত: ০৪:১৪, ১০ মার্চ ২০১৬

স্পীকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা ব্রিটেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক আগে থেকে ওই বাংলাদেশীরা ব্রিটেনে বসবাস করায় তারা সে দেশের সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাতে এ কথা বলেন বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেনে বিপুলসংখ্যক বাংলাদেশী বসবাস করছেন। তা ছাড়া উচ্চশিক্ষা গ্রহণের জন্য এদেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থী প্রতিনিয়ত ব্রিটেন যাচ্ছে। তিনি বলেন, অতীত থেকে বাংলাদেশী জনগণ ব্রিটেনে বসবাস করায় তারা ব্রিটেনের সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছে। তিনি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশী প্রতিনিধিদের কথা উল্লেখ করে বলেন, তারা ব্রিটিশ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাক্ষাতের সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ আসন্ন সিপিএ সম্মেলন, সিপিএ ইয়ুথ রোড-শো, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারী ক্ষমতায়ন, বাল্য বিবাহ, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী জনগণের অবস্থা ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। স্পীকার বলেন, গত ২ মার্চ কমনওয়েলথ দিবস উদ্যাপন উপলক্ষে ‘সিপিএ রোড-শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এটি কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলের দেশগুলোতে চলবে।
×