ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠাবে পদ্মা অয়েল

প্রকাশিত: ০৩:৫৬, ১০ মার্চ ২০১৬

লভ্যাংশ পাঠাবে পদ্মা অয়েল

ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে পদ্মা অয়েল কোম্পানি। বিইএফটিএন অনুযায়ী নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠাবে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রবাসী ও দেশী বিনিয়োগকারীদের মধ্যে যাদের বিইএফটিএন অনলাইন এ্যাকাউন্ট নেই তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। কোম্পানির ঠিকানা- পদ্মা ভবন, স্ট্রান্ড রোড, সদরঘাট, চিটাগং। যোগাযোগের নাম্বার- ০৩১-৬১৪২৩৫ (এক্সটেনশন-২১৪)। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য শতভাগ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার সামিট পূর্বাঞ্চলের সভা ১৫ মার্চ আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী এ সভাটি করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×