ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উর্ধগতি

প্রকাশিত: ০৩:৫৫, ১০ মার্চ ২০১৬

পুঁজিবাজারে সূচকের উর্ধগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয় দিনের মতো দেশের পুুঁজিবাজারে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শেষ হয়েছে। বুধবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনেও একই পরিস্থিতি দেখা গেছে। সূচকের কিছুটা উর্ধগতির দিনে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ কোটি ৮৩ লাখ টাকা। এই নিয়ে টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে তিনশ’ কোটি টাকার কাছাকাছি লেনদেন হলো। আর সিএসইতে লেনদেন হয়েছে ২০ কেটি টাকার। তবে সেখানে লেনদেন কিছুটা কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে উর্ধমুখী প্রবণতা দিয়ে শুরুর পরে বুধবারে মঙ্গলবারে তুলনায় ডিএসইতে শেয়ার লেনদেন বেড়েছে ৭ কোটি টাকার। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০৬ কোটি টাকার শেয়ার। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান সূচব ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১০ পয়েন্টে।
×