ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার শীঘ্রই শক্তিশালী হয়ে উঠবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৫, ১০ মার্চ ২০১৬

পুঁজিবাজার শীঘ্রই শক্তিশালী হয়ে উঠবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের পুঁজিবাজার আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, আমি সব সময় প্রার্থনা করি বাংলাদেশের পুঁজিবাজার শীঘ্রই শক্তিশালী হয়ে উঠবে। তবে যেখানে সূচকের উত্থান আশা করেছিলাম এখনও তা হয়নি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএসইর মোবাইল এ্যাপসের মাধ্যমে ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ২০১০ সালের পরে পুঁজিবাজারের সংস্কারে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ওই সব পদক্ষেপের সুফল এখনও সেভাবে দেখা না গেলেও শীঘ্রই তার সুফল পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ডিএসই এ মোবাইল এ্যাপসের মাধ্যমে আরও একটু চাঙ্গা হবে। এর মাধ্যমে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি জানতে পারবেন। তিনি বলেন, ডিএসইতে এখন যে আইন-কানুন রয়েছে সেটা আমার কাছে মনে হয় অনেক ভাল। সেটা যে কোন উন্নত দেশের পুঁজিবাজারের সঙ্গে সহজেই তুলনা করা যেতে পারে। তবে বাজারকে ইতিবাচক প্রবণতায় আনতে কিছু অসুবিধা আছে যার কারণে বাজারে গতিশীলতা আসছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাজারে গতিশীলতা খুবই দরকার। কিন্তু আমরা এখন ভালভাবে করতে পারেনি। আশা করব, এ এ্যাপটা ব্যবহার করার ফলে আমরা হয়ত সে দিকে একটু অগ্রসর হবো। কারণ আমি প্রার্থনা করছি একটি শক্তিশালী ও গতিশীল পুঁজিবাজার হবে। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্র বেশ উর্বর উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিএসইর মোবাইল এ্যাপসটা একটি বিনিয়োগবান্ধব পরিবেশে, উপযুক্ত সময়ে এসেছে। অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন বলেছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে। তিনি মনে করেন, সঠিক তথ্য উপাত্ত ছাড়াই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচী চালু হলে এ সমস্যা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন তিনি। এ ধরনের গুজব, অনাকাক্সিক্ষত ঘটনায় কান না দেয়ার জন্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা পুঁজিবাজারে সক্ষমতা বৃদ্ধি করেছি। এর মধ্যে আইনের অনেকগুলো ধারা পরিবর্তন করেছি। এছাড়া বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, সিএসইর চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মজিদ, ফ্লেক্সটে অনলাইন ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন মাইকেল ব্লানকো, ডিএসইর পরিচালকবৃন্দ, ট্রেকহোল্ডারদের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
×