ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অগ্নিঝরা মার্চের শপথ

প্রকাশিত: ০৩:৪৪, ১০ মার্চ ২০১৬

অগ্নিঝরা মার্চের শপথ

মোঃ রেদোয়ান হোসেন বলতে দ্বিধা নেই, বেদনাবিধুর অতীতের মার্চ বাঙালী জাতির কাছে এক অগ্নিস্ফুলিঙ্গ উদ্গিরণকারী মাস। এ মাসেই বাঙালী জাতি তার লালিত চেতনাকে নতুন করে শাণিত করে। নতুন শপথে বলীয়ান হয়। অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে এ মাস প্রতিবছরই বাঙালীকে নতুন করে অনুপ্রেরণা যোগায়। এই মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ বীর শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু পরিতাপের যে, বাঙালীর সংগ্রামের সমৃদ্ধ অতীত থাকা সত্ত্বেও স্বাধীনতার এই দীর্ঘদিনেও দেশটিকে কলুষমুক্ত করা যায়নি। একাত্তরের ঘাতকদের চিহ্নিত করা গেলেও তাদের মূলোৎপাটন করা যায়নি। একাত্তরের বুদ্ধিজীবী হত্যার সূত্র ধরে এখনও এ দেশে মুক্তবুদ্ধির ধারকদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হচ্ছে। এর মূলে রয়েছে জঙ্গীবাদ। জঙ্গীবাদ নির্মূলে রাজনৈতিক দলগুলোর সমঝোতাও গুরুত্বপূর্ণ। এ জন্য রাষ্ট্রীয় কঠোর উদ্যোগের পাশাপাশি জাতীয় ঐক্য এবং সংহতি গড়ে তোলা প্রয়োজন। দেশ থেকে অপশক্তি নির্মূলের দৃঢ় প্রত্যয়ই হোক অগ্নিঝরা মার্চের অন্যতম শপথ। বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল থেকে
×