ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঞ্জাল পেছনে ফেলে

প্রকাশিত: ০৩:৪৩, ১০ মার্চ ২০১৬

জঞ্জাল পেছনে ফেলে

সেলিনা জাহান ইতিহাসের পেছনে থাকে আরও ইতিহাস। বায়ান্নর ভাষা আন্দোলন, মুক্তির সনদ ৬-দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-আন্দোলন এ সবই বাংলাদেশ সৃষ্টির সোপান। এ সবের ফলস্বরূপ মুক্তিযুদ্ধ। আর যাই হোক ইতিহাস কখনও একদিনের ঘোষণায় সৃষ্টি হয় না। এর পেছনে থাকে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা। এটা ঠিক সব ইতিহাসের চাক্ষুষ সাক্ষী সবাই হতে পারে না। তবে ইতিহাস যুগে যুগে, জন্ম-জন্মান্তরে নতুন নতুন সৃষ্টির অংশ হিসেবে মানুষের ধমনীতে প্রবাহিত হয়। আর সব যুগের বীরত্বগাথাই তৈরি হয়েছে যখন যে সময়ের নতুন প্রজন্ম, তাদের দ্বারাই, তাই বর্তমান প্রজন্মেও এর ব্যত্যয় ঘটবার কোন প্রশ্ন আসে না। এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়। এ যুগের ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাবোধ হয়ত আগের প্রজন্মের অনেকের থেকে অনেক বেশি। কারণ স্বভাবতই এরা স্বার্থবুদ্ধির দ্বারা তাড়িত হয় না। তারা সাদা চোখে নিজের দেশকে, নিজের দেশের ইতিহাসকে মূল্যায়ন করে। এ দেশের সমস্যা এ দেশের পূর্ব প্রজন্মের কিছু স্বার্থপর ব্যক্তি। এরা ইতিহাসের জঞ্জাল। এরা নিজেদের অপকর্ম গোপন করতে, নিজেদের বিত্ত-বৈভব, ক্ষমতার লোভ, কুশিক্ষা, অশিক্ষা, পরশ্রীকাতরতা ইত্যাদির কারণে দিনের পর দিন দেশের সর্বনাশ করেছে। মিথ্যা কথা দিনের পর দিন প্রচার করতে করতে এরা বিকৃত নতুন ইতিহাস তৈরি করতে সচেষ্ট হয়েছে এবং আশ্চর্য হলেও সত্যি এরা অনেকাংশে সফলও হয়েছে। প্রচুর দেশী-বিদেশী টাকার স্রোতে এরা ভেসে গিয়েছে। এরা নিজেদের সমান্তরাল মন মানসিকতার একটা বিরাট অংশকে চোখে ঠুলি পড়াতেও সক্ষম হয়েছে। কিন্তু সত্য বেশিদিন চাপা থাকে না। এই নতুন প্রজন্মই পূর্বসূরির সহযোগিতায় সত্যিকার ইতিহাস আবার জনসমক্ষে তুলে এনেছে। সমাজে যেটুকু লোনাজল ঢুকে গিয়েছিল তা পরিষ্কার করবার দায়িত্বও অনেকাংশে এরা নিজেদের হাতে তুলে নিয়েছে। আর তাই তো এখন দেশ শিক্ষা, দীক্ষা, জ্ঞান-গরিমায় অনেক এগিয়ে গেছে। এরা বিজ্ঞানের আলোকে সমাজ তৈরি করে। অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞানতা এদের পিছনে টানতে পারে না। তাই বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের আলোকে সামনের দিকে এগিয়ে চলেছে। ভবিষ্যতে আরও অনেক উচ্চতর মর্যাদার আসনে এরা প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বীরত্বগাথা নতুন প্রজন্ম কোনদিনই অস্বীকার করবে না। বরং যারা এই অর্জনকে, এই ইতিহাসকে অপমান করেছিল, ভূলুণ্ঠিত করেছিল তাদের শাস্তির বিধান এরাই করবে। সেই প্রক্রিয়া তো শুরু হয়েছেই। যতদিন যোগ্য নেতৃত্ব থাকবে ততদিন এরা সব জঞ্জাল পেছনে ফেলে সামনে এগিয়ে যাবেই। মুক্তিযুদ্ধকে এরা এভাবেই মূল্যায়ন করে। মহাখালী, ঢাকা থেকে
×