ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুখ লুকাব কোথায়?

প্রকাশিত: ০৩:৪৩, ১০ মার্চ ২০১৬

মুখ লুকাব কোথায়?

মোঃ ইয়ার আলী মুক্তিযুদ্ধ- আমাদের দেশ তথা জাতিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। পাকিস্তান আমলে যখন কোন বাঙালী অত্যাচারিত হতো তখন তারা মনে করত আহা! দেশটা যদি স্বাধীন হতো তবে আমাদের এ অত্যাচার সহ্য করতে হতো না। যখন কোন ব্যক্তিকে বাধ্য হয়ে ঘুষ দিতে হতো, তখন সে ভাবত আহা! যদি আমরা স্বাধীন হতাম তাহলে হয়তবা এ অন্যায় দাবি মিটাতে হতো না। এমনি শত শত গরিব-দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন ভাবত, দেশ স্বাধীন হলে তাদের সব দুঃখের অবসান হবে। এ রকম শত প্রকার অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতনের আঁধার প্রাচীর ভেঙ্গে স্বাধীনতার নব অরুণোদয়ের জন্য লাখো মায়ের সন্তান জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজ যখন দেখি দেশ ভরে গেছে ঘুষ-দুর্নীতি আর স্বজনপ্রীতিতে। মানুষ নিজ ঘরেও শান্তিতে ঘুমাতে পারছে না। নারীর প্রতি নিগ্রহ যেন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ছোট্ট নিষ্পাপ শিশু হচ্ছে যত রোষের শিকার। তাদের পাইকারি হারে খুন করা হচ্ছে। এমনকি আপন মা-বাবার হাতেও আজ তারা নিরাপদ নয়। ধর্ষিত হচ্ছে মা-বোন, ছোট্ট কোমলমতি বোনদের জোরপূর্বক শ্লীলতাহানি করে মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেয়া হচ্ছে ইন্টারনেটে। সমাজ থেকে নীতি-নৈতিকতা, বিশ্বাস, ভালবাসা, শ্রদ্ধা-ভক্তি অনেক আগেই বিদায় নিয়েছে। এসব দেখে কি মুক্তিযুদ্ধে শহীদ প্রাণেরা শান্তিতে আছে? তারা কি বলছে না, আমাদের প্রাণ বলিদানের এই কি প্রতিদান? এমন সমাজ, দেশ, জাতি কি ছিল আমাদের কাম্য? কি জবাব দেব আমরা তাদের? লজ্জায় আমাদের মুখ লুকানোর জায়গা খুঁজে পাওয়া যাবে কি? হাজী জামাল উদ্দিন কলেজ, ভাঙ্গুড়া, পাবনা থেকে
×