ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘরে বাইরে নারী নিরাপদ নয় ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৩৬, ৯ মার্চ ২০১৬

ঘরে বাইরে নারী নিরাপদ নয় ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ ঘরে বাইরে নারী নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, গণতন্ত্রহীন দেশ চলতে পারে না। আজকে ঘরে বাইরে নারীরা নিরাপদ নয়। সরকারের দ্বারা নারীরা নির্যাতিত হয়, পুলিশ দ্বারা নির্যাতিত হয়। আজকে এই দিবসে নারীদের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাই। গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা জোর করে প্রধানমন্ত্রীর পদটা দখল করে আছেন। সেখানে আমরা দেশের নাগরিক হিসেবে অসম্মানিত বোধ করি। জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে এনেছিলেন। নারীদের পুলিশে চাকরি দিয়েছেন, রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিলেন। এমনকি খালকাটা কর্মসূচীতেও নারীরা যোগ দিয়েছিলেন। ‘নারীদের সরকারী চাকরি দেয়া হয় না, দলীয় লোক ছাড়া তারা চাকরি দেয় না’ এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, প্রাইভেট সেক্টরে বেশি বেশি নারীদের নিয়ে আসা উচিত। বিদেশীদেরও বলব নারীদের কর্মসংস্থানে এগিয়ে আসতে। কারণ নারী এখন মানসিক এবং দৈহিকভাবে অনেক শক্তিশালী। এ সময় তিনি সাংবাদিক পেশায় নারীদের আরও বেশি করে আসার আহ্বান জানান।
×