ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হুগো শ্যাভেজকে স্মরণ

প্রকাশিত: ০৬:২০, ৯ মার্চ ২০১৬

হুগো শ্যাভেজকে স্মরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের অন্যতম সমালোচক হুগো শ্যাভেজের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো। লাতিন আমেরিকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট পাল্টে দেয়া এই নেতা ইতিহাসে অমর হয়ে থাকবেন। কিউবান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর পর দক্ষিণ আমেরিকায় জনপ্রিয়তার অন্যতম শীর্ষে ছিলেন হুগো শ্যাভেজ। ভেনিজুয়েলার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শ্যাভেজ ছিলেন লাতিন আমেরিকার সামগ্রিক পরিবর্তনেরও অন্যতম দিকনির্দেশক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে পিছিয়ে পড়া এ মহাদেশে নেতৃত্বের কাফেলায় আসেন বেশ ক’জন বিপ্লবী নেতা। যার মধ্যে ইভো মোরালেস, রাফায়েল ও ক্রিসটিনা ফারনান্দেজ অন্যতম। বিশ্বের সকল মানবিক ইস্যুতে সোচ্চার ছিলেন হুগো শ্যাভেজ। তার অন্যতম রাজনীতিক আইকন সাইমন বলিভারের মতো ইতিহাসের এক নক্ষত্র হয়ে থাকবেন এই লাতিন নেতা। সূত্র : আনকাট ইউএসএ
×