ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি

প্রকাশিত: ০৬:১৯, ৯ মার্চ ২০১৬

আবারও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় ‘নির্বিচারে’ পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ‘কি রিসলভ (যুক্তরাষ্ট্র) এ্যান্ড ফোয়াল ইগল (দক্ষিণ কোরিয়া)’ নামের ওই সামরিক মহড়া প্রতিবছরই অনুষ্ঠিত হয় এবং এটা নিয়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। তবে অতীতে এত বড় আকারে সামরিক মহড়া হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। গত বছরের মহড়ার সময় উত্তর কোরিয়া ওয়াশিংটনকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি দিয়েছিল। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এই বার্ষিক সামরিক মহড়াকে অভিযানের মহড়া হিসেবে বিবেচনা করছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বপ্রণোদিত হয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেয়া হয়েছে।’ উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত নিউজ চ্যানেল কেআরটির সংবাদপাঠক বলেন, ‘আমরা সর্বাত্মক আক্রমণত্মকভাবে যুক্তরাষ্ট্র ও তাদের অনুসারীদের পারমাণবিক যুদ্ধের নিয়ন্ত্রণহীন মহড়ার স্পষ্ট জবাব দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।’ এ বছর মহড়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার এবং দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবারের মহড়ায় উভয় দেশই সেনা সংখ্যা বাড়িয়েছে। সোমবার একই দিনে মহড়া শুরু করলেও কি রিসলভ ১৮ মার্চ এবং ফয়াল ইগল ৩০ এপ্রিল মহড়া শেষ করবে। পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘যে কোন হঠকারী সিদ্ধান্ত তাদের উপরই দুর্ভোগ বয়ে আনবে।’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং-জিউন বলেন, ‘যদি উত্তর কোরিয়া আমাদের সতর্কবার্তা অবজ্ঞা করে এবং কোন ধরনের উস্কানিমূলক আচরণ করে তবে আমাদের সেনাবাহিনী তার দৃঢ় এবং নির্দয় জবাব দেবে।’ জাপানের পররাষ্ট্রমন্ত্রীও উত্তর কোরিয়াকে আত্মসংবরণ করার কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু এবং পরমাণু অস্ত্রের উন্নয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাদের আত্মসংবরণ করতে হবে। এজন্য আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে আমরা একযোগে কাজ করব।’ সূত্র : বিডি নিউজ
×