ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদা সুবর্ণা

সাব্বিরের আরেক চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:১৬, ৯ মার্চ ২০১৬

সাব্বিরের আরেক চ্যালেঞ্জ

সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে হারলেও নিজেদের জাত ছিনিয়েছে টাইগাররা। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ছিলেন। ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বুমবুম খ্যাত আফ্রিদিও। কিন্তু সবাইকে টপকে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান। ব্যাট হাতে একক আধিপত্য দেখিয়েই টুর্নামেন্ট সেরার খেতাব জিতেন তিনি। ফাইনালে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সাব্বির রহমান ৫ ম্যাচে করেছেন ১৭৬ রান। গড় রান ছিল ৪৪.০০। সর্বোচ্চ রান ৮০। ১৫টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ফাইনালে কার্যকরী ও গুরত্বপূর্ণ ৩২ রান করেন সাব্বির। ২৯ বলে ২ বাউন্ডারিতে করেন এই রান। সীমিত পরিসর হিসেবে সাব্বির বল বেশি খেলে ফেলেছেন। যদি আরেকটু ঝড় তুলতে পারতেন তাহলে বাংলাদেশের স্কোরবোর্ড আরও সমৃদ্ধ হতো। তাহলে হয়ত শেষ হাসিটাও হাসতে পারত স্বাগতিক বাংলাদেশ! আর দল জিতলে অর্জনটি নিঃসন্দেহে আরও বেশি উপভোগ করতেন সাব্বির। তবে এশিয়া কাপে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতাটা কোনো ছোট অর্জন নয় মোটেই। ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ টপকে পাঁচ ম্যাচে ১৭৬ রান করে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির। বাছাইপর্বের ম্যাচগুলো হিসাবে নিয়ে সবার আগে হংকংয়ের বাবর হায়াত। মাত্র তিনটি ম্যাচ খেলে ১৯৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকেই এসেছে এবারের এশিয়া কাপের একমাত্র শতক। রবিবার ফাইনালের আগ পর্যন্ত মূলপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দিনেশ চান্দিমালের (১৪৯ রান) পর টিকে ছিলেন সাব্বির (১৪৪) ও ভারতের রোহিত শর্মা (১৩৭)। টুর্নামেন্টের ফাইনালে মাত্র এক রান করে রোহিত আউট হয়ে যান। সাব্বির খেলেন দুই বাউন্ডারিতে ২৯ বলে ৩২ রানের দুর্দান্ত এক ইনিংস। মূলপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাব্বির খেলেন ৫৪ বলে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে করেন ৬ ও ১৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ৮০ রানের চোখ-ধাঁধানো ইনিংসটিও ছিল দেখার মতো। টুর্নামেন্ট- সেরা হয়ে সাব্বির জিতেছেন ১২ হাজার ৫০০ ডলার। ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের কাছে মাত্র দুই রানের ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় বাংলাদেশের। চার বছর পর পাকিস্তানকে হারিয়ে ত্রয়োদশতম আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেরেও এবারের এশিয়া কাপের টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নেন সাব্বির। শুধু তাই নয়, এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও দারুণ অগ্রগতি হয়েছে তার। এশিয়া কাপে চমক জাগানিয়া পারফর্মেন্সের ফলেই টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ৪৪ ধাপ এগিয়ে এসেছেন ২০ নম্বরে। সাব্বিরের রেটিং পয়েন্ট ৫৭৪। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি, যা কিনা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের সর্বোচ্চ রান। সর্বশেষ প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে সাব্বির ছাড়াও বাংলাদেশীদের মধ্যে ৫৪৩ পয়েন্ট নিয়ে এ তালিকার ২৫ নম্বরে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল ৪৩৮ পয়েন্ট নিয়ে ৫২, মাহমুদুল্লাহ রিয়াদ ৪২৩ পয়েন্ট নিয়ে ৫৪ ও মুশফিকুর রহিম ৪০০ পয়েন্টে ৫৯ নম্বর স্থানে আছেন। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তিন ক্রিকেটার হচ্ছেন অস্ট্রেলিয়ার এ্যারন ফিঞ্চ, ভারতের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস। এশিয়া কাপে নজর কাড়া পারফর্মেন্সের সৌজন্যে সাব্বির রহমানকে অনেকেই এখন বাংলাদেশের এক নম্বর টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন। বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম নির্ভর, সেখানে সাব্বির এবার জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন। ব্যাট হাতে তিনি দাপটের সঙ্গেই প্রতিপক্ষের বোলারদের বেধড়ক পিটিয়েছেন তা দেখে অনেকেই বলছেন যথার্থ টি-টোয়েন্টি মেজাজেই খেলেছেন সাব্বির। সাব্বির রহমান মূলত ছয় নম্বরে ব্যাট করতে নামতেন। কিন্তু গত কয়েকটি সিরিজে তাকে তিন নম্বরে তুলে আনা হয়েছে। সাব্বির রহমানকে তিন নম্বরে ব্যাট করতে নামানোর সুফল পেয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন সাব্বির রহমান টি-টোয়েন্টি ম্যাচে যেভাবে ধারাবাহিক উন্নতি করছেন সে জন্যই অনেকে তাকে বাংলাদেশ দলের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে দেখছেন। এদিকে এশিয়া কাপে ব্যাটিংয়ে সাব্বির রহমান ছাড়া র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দারুণ অগ্রগতি হয়েছে পেসার আল-আমিন হোসেনের। বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে আছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬১২। টি-টোয়েন্টি বোলারদের এ তালিকায় অলরাউন্ডার সাকিব আল হাসান ৬২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন। এছাড়া ৫৪৫ পয়েন্টে মুস্তাফিজুর রহমান ২৮ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫৩৩ পয়েন্ট নিয়ে আছেন ৩৩তম স্থানে।
×