ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০ বিশ্বকাপের দল পরিচিতি

প্রকাশিত: ০৬:১৫, ৯ মার্চ ২০১৬

টি২০ বিশ্বকাপের দল পরিচিতি

বাংলাদেশ ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি। কোচ : চন্দ্রিকা হাতুরুসিংহে (শ্রীলঙ্কা)। ভারত ॥ মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, পবন নেগি, আশীষ নেহরা, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রেহানে, সুরেশ রায়না, মোহাম্মদ সামি, রোহিত শর্মা, যুবরাজ সিং, হরভজন সিং। কোচ : রবি শাস্ত্রী (ভারত)। দক্ষিণ আফ্রিকা ॥ ফ্যাফ ডুপ্লেসিস (অধিনায়ক), কাইল এ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবিডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলে রুশো, ডেল স্টেইন, ডেভিড ওয়েইজ। কোচ : রাসেল ডোমিঙ্গো (দক্ষিণ আফ্রিকা)। অস্ট্রেলিয়া ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), এ্যাস্টন এ্যাগার, নাথান কাউল্টার-নাইল, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জস হ্যাজলউড, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল (উইকেটরক্ষক), এ্যান্ড্রু টিয়ে, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, এ্যাডাম জামপা। কোচ : ড্যারেন লেম্যান (অস্ট্রেলিয়া)। শ্রীলঙ্কা ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), এ্যাঞ্জেলো ম্যাথুজ, দুসমান্থ চামিরা, দীনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), তিলকারতেœ দিলশান, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), রঙ্গনা হেরাথ, সেহান জয়াসুরিয়া, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, থিসারা পেরেরা, দাসুন শানাকা, মিলিন্দা শিরিবর্ধনে, জেফেরি ভ্যান্ডারসাই। কোচ : গ্রাহাম ফোর্ড (দক্ষিণ আফ্রিকা)। পাকিস্তান ॥ শহীদ আফ্রিদি, (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), উমর আকমল (উইকেটরক্ষক), আনোয়ার আলী, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, শারজিল খান, শোয়েব মালিক, খুররম মঞ্জুর, মোহাম্মদ নাওয়াজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ। কোচ : ওয়াকার ইউনুস (পাকিস্তান)। ওয়েস্ট ইন্ডিজ ॥ ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন, কার্লোস ব্রেথওয়েট, ডুয়েইন ব্র্যাভো, জনসন চার্লস (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ক্রিস গেইল, জেসন হোল্ডার, অ্যাশলি নার্স, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লিন্ডল সিমন্স, জেরোমি টেইলর। কোচ : ফিল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)। ইংল্যান্ড ॥ এউইন মরগান (অধিনায়ক), জোস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), লিয়াম ডাউসন, লিয়াম প্লাঙ্কেট, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি। কোচ : ট্রেভর বেইলিস (অস্ট্রেলিয়া) নিউজিল্যান্ড ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এ্যান্ডারসন, ট্রেন্ট বৌল্ট, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনঘান, নাথান ম্যাককালাম, এ্যাডাম মিলনে, কলিন মুনরো, হেনরি নিকোলস (উইকেটরক্ষক), লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্ট্যানার, ইস সোধি, রস টেইলর, টিম সাউদি। কোচ : মাইক হেসন (নিউজিল্যান্ড)। জিম্বাবুইয়ে ॥ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাটারা, এল্টন চিগাম্বুরা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, লিউক জংওয়ে, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর (উইকেটরক্ষক), রিচমন্ড মুতুম্বামি, তিনাশে পানিয়াঙ্গারা, সিকান্দার রাজা, ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস। কোচ : ডেভ হোয়াটমোর (অস্ট্রেলিয়া)। আফগানিস্তান ॥ আসগার স্ট্যানিকজাই (অধিনায়ক), আমির হামজা, দৌলত জাদরান, গুলবাদিন নায়েব, হামিদ হাসান, করিম সাদিক, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, নূর আলী জাদরান, রশীদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ সাফাক (উইকেটরক্ষক), শাপুর জাদরান, উসমান গনি। কোচ : ইনজামাম-উল-হক। আয়ারল্যান্ড ॥ উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক ও উইকেটরক্ষক), এ্যান্ডি বালবিরনি, জর্জ ডকরেল, এ্যান্ডি ম্যাকব্রিনি, টিম মুরতাহ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), এ্যান্ড্রু পয়েন্টার, স্টুয়ার্ট পয়েন্টার, (উইকেটরক্ষক), বয়েড র‌্যানকিন, ম্যাক্স সরেনসেন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং। কোচ : জন ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)। হল্যান্ড ॥ পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি (উইকেটরক্ষক), মুদাসসর বুখারি, বেন কুপার, ভিভিয়ান কিংমা, আহসান মালিক, স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ও’ডয়েড, মিচেল রিপ্পন, পিয়েটার সিয়েলার, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গৌটেন, রুল্ফ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকিরেন, সিকান্দার জুলফিকার। কোচ : অ্যান্টন রৌক্স (দক্ষিণ আফ্রিকা)। হংকং ॥ তানবির আফজাল (অধিনায়ক), মার্ক চাপম্যান, নাদিম আহমেদ, তানভীর আহমেদ, হাসিব আমজাদ, জেমি এ্যাটকিনসন (উইকেটরক্ষক), ওয়াকাস বারকাত, রায়ান ক্যাম্পবেল, ক্রিস্টোফার কার্টার (উইকেটরক্ষক), বাবর হায়াত, আইজাজ খান, নিজাকাত খান, ওয়াকাস খান, আংশুমান রাথ, কিঞ্চিত শাহ। কোচ : সিমন কুক (ইংল্যান্ড)। ওমান ॥ সুলতান আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আমির কালিম, আমির আলী, মুনিস আনসারি, জাতিন্দর সিং, খাবির আলী, অজয় লালচিতা, মেহরান খান, মোহাম্মদ নাদিম, অরুন পৌলুসে, রাজেশকুমার রানপুরা, সুফিয়ান মেহমুদ, ভাইভাব ওয়াটেগাওনকার, ইউসুফ মাহমুদ, জিসান মাকসুদ, জিসান সিদ্দিকী। কোচ : দুলিপ মেন্ডিস (শ্রীলঙ্কা)। স্কটল্যান্ড ॥ প্রিস্টন মোমসেন (অধিনায়ক), কাইল কোয়েৎজার, রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), জস ডেভি, কন ডি ল্যাঙ্গে, আলাসদাইর ইভান্স, মাইকেল লিস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাকলয়েড, গ্যাভিন মেইন, জর্জ মুনসে, সাফায়ান শারিফ, রবার্ট টেইলর, মার্ক ওয়াট। কোচ : গ্র্যান্ট ব্র্যাডবার্ন (নিউজিল্যান্ড)।
×