ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএল

রানের পাহাড় মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের

প্রকাশিত: ০৬:১৩, ৯ মার্চ ২০১৬

রানের পাহাড় মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৫ উইকেট নিলেন। কিন্তু এরপরও বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) লঙ্গার ভার্সন আসরের পঞ্চম রাউন্ডের চারদিনের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের রানের পাহাড় গড়তে বাধা হতে পারেননি তিনি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিন তারা প্রথম ইনিংস শেষ করে ৪২৫ রানে। আগের দিন ৫ উইকেটে ২৮৯ রান নিয়ে শেষ করেছিল তারা। রকিবুল হাসানের ১১৪ রানের ইনিংসে ভর দিয়ে। আর মঙ্গলবার তানভীর হায়দার ৮৪, শরীফুল্লাহ ৬০ ও মোশাররফ হোসেন রুবেল ৪৬ রান করেন। দিনশেষে অবশ্য প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল দারুণ ব্যাটিং করে ৩ উইকেটে ১৩১ রান করেছে। বল হাতে দুই উইকেট নেয়ার পর ফরহাদ রেজা ব্যাট হাতেও ৫০ রানে অপরাজিত। তার সঙ্গে ২৯ রান নিয়ে ক্রিজে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এখনও ২৯৪ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। একই ভেন্যুর একাডেমিতে দ্বিতীয় দিনেই শক্ত অবস্থানে চলে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৯২ রানে গুটিয়ে যায় তারা। কৃতিত্বটা অলক কাপালির। ১২১ রান নিয়ে খেলতে নেমে তিনি ১৫৪ রান করে ফিরে যান। ২৯১ বলের ইনিংসে ছিল ১৯ চার ও ১ ছক্কা। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে দুটি করে উইকেট নেন মামুন হোসেন, আরিফুল হক, সাকলাইন সজীব ও দেলোয়ার হোসেন। ব্যাটসম্যানদের পর পূর্বাঞ্চল বোলাররাও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। উত্তরাঞ্চল দিনশেষে প্রথম ইনিংসে ১৪৮ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। সর্বোচ্চ ৪৩ রান নিয়ে অপরাজিত নাঈম ইসলাম। ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও কামরুল ইসলাম রাব্বি।
×