ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা ফুটবল

ফাইনালে ময়মনসিংহ-বিজেএমসি

প্রকাশিত: ০৬:১২, ৯ মার্চ ২০১৬

ফাইনালে ময়মনসিংহ-বিজেএমসি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে ময়মনসিংহ জেলা এবং বিজেএমসি। আগামী ১০ মার্চ বেলা ৩টায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে শিরোপা জয়ের লক্ষ্যে। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিতে টাঙ্গাইল জেলাকে ৪-০ গোলে হারায় বিজেএমসি। বিজয়ী দলের সাবিনা খাতুন জোড়া গোল করেন। এছাড়া লিপি আক্তার ও রতœা খাতুন ১টি করে গোল করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমির ম্যাচে আনসার ভিডিপিকে ৩-০ গোলে হারায় ময়মনসিংহ জেলা। বিজয়ী দলের সানজিদা আক্তার জোড়া গোল করেন। অপর গোলটি করেন শিউলি আক্তার। স্বাধীনতা দিবস হকি আজ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায় ‘স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতা’ আজ বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে ২টি গ্রুপে অংশ নেবে ছয় দল। ‘ক’ গ্রুপে আছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী বনাম বাংলাদেশ পুলিশ। টুর্নামেন্টের বাজেট চার লাখ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার ও রার্নাসআপ দল পাবে ২৫ হাজার টাকা করে। উল্লেখ্য, এই আসর সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অঞ্জন’স-এর হেড অব মার্কেটিং মাহিন আহমেদ মোজাম্মেল, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খান, যুগ্ম সম্পাদক হাসান আলী ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী উপস্থিত ছিলেন। ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট।’ প্রতিযোগিতা চলবে ১৩ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে ৯ দল অংশ নিচ্ছে। দলগুলো হলোÑ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমানবাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। টুর্নামেন্টের ভেন্যু পল্টনের ভলিবল স্টেডিয়াম। টুর্নামেন্টের বাজেট ১ লাখ ৭০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। ক্যান্সারের সঙ্গে লড়ছেন আইনুল স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আইনুল হক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার রোগমুক্তির জন্য স্বাধীন বাংলা ফুটবল দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। স্কোয়াশে স্বপন চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড স্বাধীনতা কাপ স্কোয়াশের প্রিমিয়ার বিভাগের ফাইনালে ওশিন গ্রুপের স্বপন পারভেজ ৩-০ সেটে উত্তরা ক্লাবের সুমনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মঙ্গলবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত ‘এ’ বিভাগের ফাইনালে নৌবাহিনী ক্লাবের সাইফুল মিয়া ৩-০ সেটে গুলশান ক্লাবের বিশু নাথকে এবং ‘বি’ বিভাগের ফাইনালে আর্মি দলের মোঃ রফিক ৩-২ সেটে একই দলের ইমরুল হাসানকে হারিয়ে শিরোপা জেতেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
×